স্টাফ রিপোর্টার ॥ চট্টগ্রামে আইনজীবী হত্যার বিচার, চিন্ময় কৃষ্ণ দাসের সর্বোচ্চ শাস্তি ও ইসকন নিষিদ্ধের দাবীতে পূর্বনির্ধারিত বিক্ষোভ মিছিলে হবিগঞ্জ শহর উত্তাল হয়ে উঠে। সকাল ১০ টা থেকেই হবিগঞ্জ নিউ ফিল্ড ময়দানে জেলার বিভিন্ন উপজেলা থেকে সংগ্রাম পরিষদের নেতা-কর্মীগণ সমবেত হতে থাকেন। দুপুর ১২ টা পর্যন্ত মিছিল পূর্ব সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, সংগঠনের সভাপতি আল্লামা নুরুল ইসলাম ওলিপুরী।
পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা আবু সালেহ সাদী ও যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা লোকমান সাদী এবং পৌর শাখার সভাপতি মহিব উদ্দিন আহমদ সোহেল এর যৌথ পরিচালনায় প্রতিবাদ সমাবেশে বক্তাগণ চট্টগ্রামে ইসকন সদস্যদের আক্রমণে নিহত রাষ্ট্র পক্ষের আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যা কান্ডের তীব্র নিন্দা জ্ঞাপন করে বলেন, অবিলম্বে বর্বরতম এই হত্যাকান্ডে জড়িতদের গ্রেপ্তার করে ফাঁসি দিতে হবে। এই হত্যা কান্ডসহ দেশ ব্যাপী সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী সন্ত্রাসী সংগঠন ইসকনকে নিষিদ্ধ করতে হবে। ইসকন বাংলাদেশ নয়, ভারতের স্বার্থ রক্ষা ও হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করতে চায়। এই গোষ্ঠীটি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের দুশমন। বক্তারা বলেন, দেশের ১৮ কোটি শান্তিপ্রিয় জনগণ জীবন দিয়ে হলেও ইসকনকে প্রতিহত করবে।
আল্লামা নুরুল ইসলাম ওলিপুরী আরো বলেন, দেশের বিভিন্ন জায়গায় ইসকনের সন্ত্রাসী কর্মকান্ডের কারণে দেশের শান্তি প্রিয় জনগণ অতিষ্ট হয়ে গেছে। তাদের সন্ত্রাস ও নৈরাজ্যের জ্বলন্ত উদাহরণ হলো চট্রগ্রামে সাইফুল ইসলাম আলিফের হত্যা কান্ড।
এ অবস্থায় অবিলম্বে সাইফুল হত্যাকারীদের গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি ফাঁসি দিন। সাইফুল হত্যাকান্ডসহ দেশব্যাপী ইসকনের উগ্রতা ও নৈরাজ্যের উস্কানিদাতা রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তারকৃত চিন্ময় কৃষ্ণ দাসের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করুন।
তিনি বলেন, ইসকনকে নিষিদ্ধ ও আমাদের দাবী আদায় না হলে দেশের ১৮ কোটি মানুষ একযুগে রাজপথে নেমে আসতে বাধ্য হবে এবং এর ফলে কোন অপ্রীতিকর ঘটনা ঘটলে এর দায়ভার সরকারকেই নিতে হবে। তিনি আরো বলেন, আমরা আইন হাতে তোলে নিতে চাই না। কিন্তু জনগণের ধৈয্যের পরিক্ষা নিবেন না। অবিলম্বে আমাদের দাবী মেনে নিন। অন্যথায় দুর্বার আন্দোলন সারাদেশে ছড়িয়ে পড়বে।
সমাবেশ শেষে মিছিলটি হবিগঞ্জ শহরের উল্লেখযোগ্য সড়ক প্রদক্ষিণ করে পুনরায় নিউ ফিল্ডে এসে দুআর মাধ্যমে সমাপ্ত হয়।
মিছিল ও সমাবেশে ইসলামী সংগ্রাম পরিষদের জেলা নেতৃবৃন্দ ও উপজেলার দায়িত্বশীলগণসহ আরো যারা উপস্থিত থেকে বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি মুফতী সিরাজুল ইসলাম মিরপুরী, মাওলানা আজিজুল হক শাইল গাছী সহ-সাধারণ সম্পাদক, মাওলানা জাবের আলহুদা চৌধুরী, ক্বারী আব্দুল হালিম, সাংগঠনিক সম্পাদক, মাওলানা আজিজুর হমান মানিক, দপ্তর সম্পাদক, মাওলানা সাইদুর রহমান, খাস কমিটির সদস্য, আলহাজ্ব শামছুল হুদা, প্রশিক্ষণ সম্পাদক, মাওলানা জয়নাল আবেদীন, জেলা নেতা মুফতী বশির আহমদ, লাখাই উপজেলা সভাপতি মাওলানা তাজুল ইসলাম, চুনারুঘাট উপজেলা সাধারণ সম্পাদক, মো: আজিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক, মাওলানা আশিকুর রহমান, নবিগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক মাওলানা শফিকুর রহমান, বানিয়াচং উপজেলা সহ-সাধারণ সম্পাদক, মাওলানা সিরাজুল ইসলাম, চুনারুঘাট শামছুল মাদ্রাসার মুহাদ্দিস. মাওলানা হারুনুর রশিদ, ইমাম বাড়ি মাদ্রাসার মুহতামিম, মুফতী লুৎফুর রহমান, দৌলতপুর মাদ্রাসা বাহুবলের মুহতামিম, মাওলানা আব্দুল হাই বাহুবলী, বাহুবল উপজেলা ভাইস চেয়ারম্যান, মাওলানা কামরুল ইসলাম, হামিদনগর মাদ্রাসার নায়েবে মুহতামিম, মাওলানা আবুল কালাম, মুহাদ্দিস মাওলানা শাহ শরিফ উদ্দিন সুফিয়ান, সদস্য মুফতী তাফাজ্জুল হক, ছাত্র বিষয়ক সম্পাদক, মাওলানা হোসাইন আহমদ খান ত্বহা, নুরে মদীনা মাদ্রাসার শিক্ষক মাওলানা রফিকুল ইসলাম হরষপুরী প্রমুখ।