স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার ১৫নং পৈলারকান্দি ইউনিয়নের শ্রীমঙ্গল মৌজার বিথঙ্গল গ্রামের মাছুয়াটেক সেচ প্রকল্পে সিদ্দিকুর রহমান নিজেকে নতুন স্ক্রীমে ম্যানেজার দাবী করে পত্রিকায় সংবাদ প্রচার করায় প্রতিবাদ সভা করেছেন এলাকার কৃষকরা। গত ২৬ নভেম্বর বিথঙ্গল গ্রামের বিশিষ্ট মুরুব্বি আমীর হোসেনের সভাপতিত্বে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। একই সভায় মাছুয়াটেক সেচ প্রকল্পে দাখিলকৃত নতুন স্ক্রীমের ম্যানেজার হিসেবে মোঃ শাহ্ আলম মিয়াকে সমর্থন দেন এলাকার প্রকৃত কৃষকরা। সভায় বক্তব্য রাখেন- সাবেক মেম্বার ধলন মিয়া, কবির মিয়া, হিরা মিয়া, কালন মিয়া, দিলাল মিয়া, দিলু হুসেন, হোছন মিয়া প্রমূখ। প্রতিবাদ সভায় কৃষকরা অভিযোগ করে বলেন, বিথঙ্গল গ্রামের আওয়ামীলীগ নেতা সিদ্দিুকুর রহমান গত ৭/৮ বছর যাবত দলীয় প্রভাব বিস্তার করে মাছুয়াটেক সেচ প্রকল্পের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন। এলাকার কৃষকদের কোন সমর্থন না নিয়েই বিগত কয়েক বছর সিদ্দিকুর রহমান নিজেকে আওয়ামীলীগের এমপি মজিদ খানের লোক হিসেবে প্রভাব বিস্তার করে এই প্রকল্পেটি চালিয়েছেন। কৃষকরা অভিযোগ করেন, সিদ্দিকুর রহমান আওয়ামীলীগ নেতা উপেন্দ্র অধিকারীকে নিয়ে একটি সিন্ডিকেট তৈরী করে কৃষকদের সাথে অসৎ আচরণ ও অনিয়ম-দুর্নীতি করেছেন। পাশ্ববর্তী সোনাকান্দি সেচ প্রকল্পের ম্যানেজার কৃষকদের কাছ থেকে কের প্রতি ৫৫০ টাকা করে নিলেও সিদ্দিকুর রহমান মাছুয়ারটেক সেচ প্রকল্পের কৃষকদের কাছ থেকে কের প্রতি ৮০০ টাকারও বেশি নিয়েছেন। কৃষকরা প্রতিবাদ করলে সিদ্দিকুর রহমান তাদের বিভিন্নভাবে ভয়ভীতি দেখাতেন। এভাবে সে কৃষকদের কাছ থেকে বিগত ৭/৮ বছরে লক্ষ লক্ষ টাকা অবৈধভাবে হাতিয়ে নিয়েছেন। এমন কি তার এসব অন্যায় দুর্নীতির প্রতিবাদ করায় সাবেক মেম্বার ধলন মিয়াকে সে মারপিট করে আহত করে। তার এসব অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কৃষকরা সম্প্রতি জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বানিয়াচং এর বরাবরে লিখিত অভিযোগ দাখিল করেছেন।