স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি, হবিগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গাজী আফজল ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল সোমবার সন্ধা ৬টার সময় হৃদ ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেন। তিনি ২ কন্যা সন্তানের জনক ছিলেন।
মরহুমের জানাজার নামাজ আজ মঙ্গলবার সকাল ১১টায় শহরের রাজনগর জামে মসজিদে এবং বেলা ২ টায় জালালাবাদ জামে মসজিদে অনুষ্ঠিত হবে।
এদিকে বিএনপি নেতা গাজী আফজলের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ। তিনি গতকাল সংবাদপত্রে প্রেরিত এক শোক বার্তায় এই শোক প্রকাশ করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
শোক বার্তায় আলহাজ্ব জি কে গউছ বলেন- গত ১৬টি বছর ফ্যাসিষ্ট আওয়ামীলীগ সরকার পতনের আন্দোলনে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে গাজী আফজল ছিল আমাদের সহযোদ্ধা। বিএনপির প্রতিটি কর্মসূচীতে গাজী আফজলের সরব উপস্থিতি ছিল। তার মৃত্যুতে বিএনপি একজন নিবেদিত কর্মী হারালো। তার মৃত্যুতে আমি শোকাহত। দোয়া করি, মহান আল্লাহ যেন তার ভাল কাজগুলোকে কবুল করে জান্নাতবাসী করেন। আমি তার মাগফেরাত কামনা করছি।