স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারি এসোসিয়েশন হবিগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে দুই দফা দাবি বাস্তবায়নের দাবিতে ও চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এলাকায় কর্মসূচি পালিত হয়। গত রবিবার অনুষ্ঠিত কর্মসূচিতে বক্তব্য রাখেন-জেলা এসোসিয়েশনের সভাপতি মো. জিয়াউল হক, সহ-সভাপতি মাসুদুর রহমান খান, কামরুজ্জামান, আব্দুল কদ্দুস, রামেন্দ্র চন্দ্র দাস, সাধারণ সম্পাদক সৈয়দ গোলাম হাদী, যুগ্ম সম্পাদক খালেদ আহমেদ, সাংগঠনিক সম্পাদক মুখলেছুর রহমান, অর্থ সম্পাদক আজিজুল হক, গাজী মুসলেহ আলম শাহী, মাসুক মিয়া, রোপন চন্দ্র আচার্য, ইমদাদুর রহমান, জুনায়েদ আহমেদ প্রমুখ। তারা বিচার বিভাগের জন্য সুপ্রিম কোর্টের অধীন পৃথক সচিবালয় করে অধস্থন আদালত ও ট্রাইবুনালের সহায়ক কর্মকর্তা, কর্মচারি গনকে বিচার বিভাগের কর্মকর্তা, কর্মচারি হিসেবে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের অধীনে আদালত ও ট্রাইবুনালের কর্মচারিগনের নিয়োগ বিদ্যমান ব্লক পদ বিলুপ্ত করে যুগোপযোগি পদ সৃজন করে যোগ্যতা ও জৈষ্টতার ভিত্তিতে পদোন্নতির দাবি তুলে ধরেন।