স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর বাসস্ট্যান্ড থেকে অসচেতন অবস্থা উদ্ধার হওয়া তারেক মিয়া নামে এক যুবক মারা গেছে। গতকাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সে নাসিরনগর উপজেলার ধরমন্ডল গ্রামের তাহির মিয়ার পুত্র।
তার অভিভাবকরা জানান, ৩ দিন আগে সে কাজের উদ্দেশ্যে ঢাকা যায়। কাজ না পেয়ে সায়েদাবাদ থেকে মিতালি বাসে উঠে। রাস্তায় এসে অজ্ঞান হয়ে পড়লে কনট্রাকটর মাধবপুর বাসস্ট্যান্ডে তাকে নামিয়ে চলে যায়। পরে তাকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ লাশের সুরতহাল করে মর্গে প্রেরণ করে। তবে অভিযোগ না থাকায় লাশ পরিবারের জিম্মায় হস্তান্তর করে।