স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌর বিএনপির ৭নং ওয়ার্ড সভাপতি গাজী আফজলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সৌদি আরব বিএনপির সভাপতি আহমেদ আলী মুকিব। সংবাপত্রে প্রদত্ত এক বিবৃতিতে তিনি মরহুম গাজী আফজলের রূহের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
তিনি বলেন, মরহুম গাজী আফজাল বিএনপির একজন নিবেদিত কর্মী ছিলেন। তিনি নীতি নৈতিকতার সাথে দলের প্রতিটি প্রয়োজনে নিজেকে বিলিয়ে দিয়েছেন। দলের দুঃসময়ে একজন অগ্রসৈনিক ছিলেন মরহুম গাজী আফজাল। তার মৃত্যুতে বিএনপি একজন প্রতিভাবান ও প্রজ্ঞাবান কর্মী হারাল।