নবীগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত মোস্তাক হত্যার ঘটনায় সদর থানার মামলায় নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের (স্বেচ্ছায় অব্যাহতি নেওয়া) সাবেক সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরীসহ ৩ জন আসামীকে অর্ন্তভুক্ত করার আবেদন জানিয়েছে পুলিশ। ফলে ছাত্রলীগ সভাপতির বাড়িতে হামলার মামলায় জামিন পেলেও কারান্তরীণ থাকতে হচ্ছে সাইফুল জাহান চৌধুরী ও আলমগীর চৌধুরীকে। আজ সোমবার হবিগঞ্জের আদালতে মোস্তাক হত্যা মামলায় সাইফুল জাহান চৌধুরীসহ তিনজন আসামীকে অর্ন্তভুক্ত করার ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের শুনানি অনুষ্ঠিত হবে। আসামীরা হলেন- ২০২২ সালে ২১ মে স্বেচ্ছায় অব্যাহতি নেওয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও চরগাঁও গ্রামের মৃত আব্দুল মতিন চৌধুরীর ছেলে সাইফুল জাহান চৌধুরী (৫১), একই গ্রামের মৃত আউয়াল মিয়া চৌধুরীর ছেলে আলমগীর চৌধুরী (৩৯), বাহুবল উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি দুলাল মিয়া ওরফে রাডার দুলাল (৫৫)। জানা যায়- ২০২৪ সালের ১৮ জানুয়ারী রাজনৈতিক বিরোধের জের ধরে নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের তৎক্ষালিন সভাপতি নাজিম উদ্দৌলা চৌধুরীর পৌর এলাকার জয়নগরস্থ বাড়িতে ভাংচুর, ২টি সিএনজি অটোরিকশা ১টি মোটরসাইকেল ভাংচুর এবং অগ্নিসংযোগের ঘটনায় নাজিমের পিতা সমিজুর রহমান চৌধুরী বাদী হয়ে সাইফুল জাহান চৌধুরীসহ ১৯ জনের বিরুদ্ধে হবিগঞ্জের দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালতে মামলা দায়ের করেন। আদালত মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার জন্য নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে নির্দেশ দেন। পরে নবীগঞ্জ থানার ওসি তদন্ত ও মামলার তদন্তকারী কর্মকর্তা গোলাম মুর্শিদ সরকার ২০২৪ সালের ২৩ মে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। প্রতিবেদনে আসামী সাইফুল জাহান চৌধুরীসহ ৭জন আসামীর বিরুদ্ধে অভিযোগ প্রমানিত না হওয়ায় তাদেরকে মামলা থেকে অব্যাহতি দিতে ও অন্যান্য আসামীদের বিরুদ্ধে ব্যবস্থ গ্রহনে আদালতে প্রতিবেদন দাখিল করেন। পরে বাদী সমিজুর রহমান চৌধুরী তদন্ত প্রতিবেদনের উপর অনাস্থা জানালে আদালত মামলার পুনরায় তদন্তের জন্য হবিগঞ্জ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কে নির্দেশ দেন। পরে গত (৩১ অক্টোবর) পিবিআইর পুলিশ পরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা মৃনাল দেবনাথ এজহার নামীয় সকল আসামীর বিরুদ্ধে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। গত বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে হবিগঞ্জের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত (২) এর বিচারক রাহেলা পারভীনের আদালতে ১৯ জন আসামীর মধ্যে সাইফুল জাহান চৌধুরী, আলমগীর চৌধুরীসহ ১৩ জন উপস্থিত হয়ে জামিন আবেদন করেন। পরে বিচারক ৮ জনের জামিন মঞ্জুর করেন এবং সাইফুল জাহান চৌধুরী, আলমগীর চৌধুরীসহ ৭ জনের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। কারাগারে যাওয়ার পর ওইদিন আসামী আলমগীর চৌধুরীর মা ও সাইফুল জাহান চৌধুরীর শ্বাশুড়ি রোকেয়া বেগম চৌধুরী মৃত্যুবরণ করেন। পরদিন শুক্রবার দুপুরে প্যারোলে মুক্তি পেয়ে রোকেয়া বেগম চৌধুরীর জানাযার নামাজে পুলিশের প্রহরায় অংশগ্রহণ করেন মৃত রোকেয়া বেগমের ছেলে আলমগীর চৌধুরী, মেয়ের জামাতা সাইফুল জাহান চৌধুরী, তৌহিদুল ইসলাম চৌধুরী। জানাযার নামাজ শেষে তাদের পুরনায় কারাগারে প্রেরণ করা হয়। রবিবার (১ ডিসেম্বর) হবিগঞ্জের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত (২) এর বিচারক রাহেলা পারভীনের আদালতে সাইফুল জাহান চৌধুরী, আলমগীর চৌধুরীসহ ৭জন আসামীর জামিন আবেদন করেন তাদের আইনজীবী। পরে জামিন শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে বিচারক রাহেলা পারভীন সাইফুল জাহান চৌধুরী, আলমগীর চৌধুরীসহ ৭জন আসামীর জামিন মঞ্জুর করেন। জামিন পেয়ে মামলার আসামী তৌহিদুল ইসলাম চৌধুরী (৫৩), কাজল মিয়া (৩৭), আরিফুর রহমান প্রমি (২৮), রফিকুল ইসলাম (২৮), জাকির আহমদ (২৪) কারাগার থেকে মুক্তি পান। তবে কারাগার থেকে মুক্ত হতে পারেননি সাইফুল জাহান চৌধুরী ও আলমগীর চৌধুরী। হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত মোস্তাক হত্যার ঘটনায় হবিগঞ্জ সদর থানার মামলায় আসামী হিসেবে সাইফুল জাহান চৌধুরী, আলমগীর চৌধুরীকে অর্ন্তভুক্ত করার জন্য আদালতে আবেদন করায় তাদেরকে কারান্তরীণ রাখা হয়। এছাড়া বাহুবলে হামলা চালিয়ে দোকানপাট ভাংচুর ও লুটপাটের মামলায় গত শনিবার র্যাবের হাতে গ্রেফতার হওয়া উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি দুলাল মিয়াকেও মোস্তাক হত্যা মামলায় আসামী হিসেবে অর্ন্তভুক্ত করার জন্য আদালতে আবেদন করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আজ সোমবার হবিগঞ্জের আদালতে মোস্তাক হত্যা মামলায় সাইফুল জাহান চৌধুরীসহ তিনজন আসামীকে অর্ন্তভুক্ত করার ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের শুনানি অনুষ্ঠিত হবে।
এ প্রসঙ্গে হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আলমগীর কবির বলেন, সাইফুল জাহান চৌধুরী, আলমগীর চৌধুরী ও দুলাল মিয়াকে মোস্তাক হত্যা মামলায় আসামী হিসেবে অন্তর্ভুক্ত করতে আবেদন করা হয়েছে। এ ব্যাপারে আদালতে সোমবার ২ ডিসেম্বর আবেদনের শুনানি হবে।