স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সাবেক নাজির মো. আব্দুস ছামাদের সহধর্মিণী নাসিমা আক্তার (৫৫) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি গতকাল বৃহস্পতিবার ঢাকার পপুলার মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আজ শুক্রবার জুমার নামাজের পর হবিগঞ্জ শহরের অনন্তপুর জামে মসজিদ প্রাঙ্গণে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এর পর চুনারুঘাটের মুড়ারবন্দ মাজার শরীফে দ্বিতীয় জানাজা শেষে সেখানে মরহুমার দাফন সম্পন্ন হবে। নাসিমা আক্তার দীর্ঘদিন দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে ভুগছিলেন। তার মৃত্যুতে আত্মীয়-স্বজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সাবেক নাজির আব্দুস ছামাদের অনন্তপুরের বাসায় সমবেদনা জানাতে ছুটে আসেন। সহধর্মিণীর রূহের মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন মো. আব্দুস ছামাদ।