প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানসূচির মধ্য দিয়ে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইডিইবি) ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। গতকাল বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত আলোচনা সভা, বর্ণাঢ্য শোভাযাত্রা ও উপহার বিতরণের মধ্য দিয়ে দিনটি উদযাপন করে জেলা আইডিইবি। সকাল ১১টায় হবিগঞ্জ পৌর টাউন হলে আলোচনা সভার শুরুতে জাতীয় সঙ্গীত পরিবেশন ও গণঅভ্যুত্থানে নিহত শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে আলোচনা সভায় উপস্থিত সকল ডিপ্লোমা প্রকৌশলী ও শিক্ষার্থীদের চতুর্থ শিল্প বিপ্লব মোকাবিলায় সেভাবে প্রস্তুত হওয়ার জন্য বক্তারা আহবান জানান। প্রতিষ্ঠাবার্ষিকীতে এবারের প্রতিপাদ্য ছিল ‘বৈষম্যহীন কর্মক্ষেত্র সময়ের দাবি’।
এতে আইডিইবি হবিগঞ্জ জেলা নির্বাহী কমিটির সভাপতি প্রকৌশলী প্রদীপ কান্তি রায়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ মনসুর রশীদ কাজলের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন গণপূর্ত অধিদপ্তরের অবসরপ্রাপ্ত উপ বিভাগীয় প্রকৌশলী মোঃ নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন- হবিগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ প্রকৌশলী বিশ্বজিত দাশ। আরও উপস্থিত ছিলেন সুনামগঞ্জ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী কামরুজ্জামান নয়ন, প্রকৌশলী আব্দুস সবুর, প্রকৌশলী বিশ্বজিৎ পাল, প্রকৌশলী একেএম শরিফুল আলম, প্রকৌশলী এমএজি শিমুল তালুকদার, প্রকৌশলী আজিজুর রহমান ইকবাল, প্রকৌশলী দেবাশীষ পোদ্দার রায়, প্রকৌশলী আব্দুল হক, আকিজ বশির গ্রুপের জ্যেষ্ঠ ব্যবস্থাপক রেজাউল বাশার, ব্যবসায়ী আব্দুস সালাম, আসাদুজ্জামান রেজা, শিক্ষার্থী ওসমান আলী শিমুল প্রমুখ। এছাড়াও আইডিইবি হবিগঞ্জ ও সিলেটের নেতৃবৃন্দ এবং বিভিন্ন টেকনিক্যাল ইনস্টিটিউটের শিক্ষক-শিক্ষার্থী অংশ নেন। আলোচনা সভার পর দুপুর ২টার দিকে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করা হয়। পরে বর্ণাঢ্য শোভাযাত্রা, উপহার বিতরণ ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। এ সময় বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনে যোগ দিয়ে শহীদ হওয়া ৯ ডিপ্লোমা প্রকৌশলীর নাম প্রকাশ করে তাঁদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়। আইডিইবি জেলা নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ খালেদ গনির সার্বিক পরিচালনায় অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন সংগঠনের দপ্তর সম্পাদক শাদাত হোসেন ও পবিত্র গীতা থেকে পাঠ করেন শিক্ষার্থী সুমিত বসাক। অনুষ্ঠানে ঘোষণাপত্র পাঠ করেন প্রকৌশলী আব্দুল কদ্দুছ শামীম এবং সভার শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রকৌশলী মনসুর রশিদ কাজল। সংগঠনের সভাপতি প্রকৌশলী প্রদীপ কান্তি রায় তার বক্তব্যের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।