রবিবার, ০৬ এপ্রিল ২০২৫, ১১:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের মাহমুদ আলীর মৃত্যু নিয়ে ধুম্রজাল নবীগঞ্জের দাউদপুরে হামলা সংঘর্ষের ঘটনায় উত্তেজনা ॥ আবারো রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা এলাকাবাসীর চুনারুঘাটের আসামাপাড়া বাজারে চাঁদাবাজির প্রতিবাদে জারুলিয়া বাজারে মানববন্ধন ॥ বিক্ষোভ দেশসেরা হাফেজ মুহিবুল্লাকে লাখাইয়ে সংবর্ধনা প্রদান ভাঙন পরিদর্শন শেষে পরিবেশবিদ শরীফ জামিল ॥ কুশিয়ারায় অবৈধ বালু উত্তোলন বন্ধ না হলে ভয়াবহ বিপর্যয় নেমে আসবে মাধবপুরে সেনা অভিযানে সাড়ে ৫ লাখ টাকা ও ৬৯টি মোবাইলসহ দুই মাদক ব্যবসায়ী আটক নবীগঞ্জ প্রেসক্লাবে যুক্তরাজ্য প্রবাসী কামরুল হাসান চৌধুরীকে সংবর্ধনা শ্রীমঙ্গলের সৌন্দর্য বৃদ্ধিতে সোলার লাইট স্থাপন আজ চাঁদ দেখা গেলে কাল ঈদ লাখাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ২ ডাকাত আটক

শহরের ঈদগাহ সড়কে অবৈধ মাছের আড়ত গুঁড়িয়ে দিয়েছে সওজ

  • আপডেট টাইম বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ৪৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরসভার ঈদগাহ সংলগ্ন বাইপাস সড়কে অবৈধভাবে গড়ে ওঠা পাইকারী মাছের আড়তে উচ্ছেদ অভিযান চালিয়েছে সড়ক ও জনপথ বিভাগ।
গতকাল মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুর ১২ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় উচ্ছেদকারী ও মাছ ব্যবসায়ীদের মাঝে উত্তেজনা বিরাজ করে। পরে পুলিশ ও সেনাবহিনীর উপস্থিতিতে পরিস্থিতি শান্ত হয়।
মাছ ব্যবসায়ীরা জানান, ২০২৩ সালে সড়ক ও জনপথ বিভাগের ৮৬ শতক ভূমিতে মাছ আড়ত হিসেবে দখল করে রাখা হয়। পরে প্রায় ২০ টির বেশি পাকা ছাপ্টা ঘর বানিয়ে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ দেয়া হয়। এদিকে বিষয়টি নজরে এলে সড়ক ও জনপথ বিভাগ তাদের জায়গা থেকে এসব স্থাপনা সরানোর জন্য একাধিক বার নোটিশ করেন। কিন্তু বারবার তাগাদা দেয়ার পরও মাছ ব্যবসায়ীরা স্থাপনা সরাতে অস্বীকৃতি জানিয়ে আড়ত পরিচালনা করেন। এর পরিপ্রেক্ষিতে গতকাল দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট বায়জিদ সরকারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এক্সেভেটর দিয়ে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এ সময় অন্তত ২০টি অস্থায়ী পাকা ঘর গুঁড়িয়ে দেয়া হয়। পরে দখলমুক্ত স্থানে গাছ রোপণ করে সড়ক বিভাগ। অভিযানে সড়ক ও জনপথ বিভাগের উপ বিভাগীয় প্রকৌশলী শহিদুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী জাকির হোসেনসহ সড়ক বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
হবিগঞ্জে পাইকারি ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুর রাজ্জাক জানান, পূর্বের জেলা প্রশাসক মাছ ব্যবসায়ীদের যানজট নিরসনে এ জায়গা দিয়েছিলেন, এর প্রতিবাদে আজ থেকে তারা মাছ বিক্রি বন্ধ রাখবেন। সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী শহিদুল ইসলাম জানান, তারা সম্পূর্ণ অবৈধভাবে দখল করে ব্যবসা পরিচালনা করে আসছিল। এটি সড়ক বিভাগের নিজস্ব সম্পত্তি। তাই গুঁড়িয়ে দিয়ে এ জায়গায় গাছ লাগানো হয়েছে। তবে এ নিয়ে উত্তেজনা বিরাজ করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com