এটিএম সালাম/ ছনি আহমেদ চৌধুরী, থেকে ॥ নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের পুরানগাঁও গ্রামে কিশোর মোস্তাকিন হত্যাকান্ডের পর পর আত্মগোপনে চলে গেছে মামলার প্রধান আসামী রায়হান উদ্দিনসহ অন্যরা। পুলিশও থেমে নেই। আসামীদের ধরতে আইনশৃংখলা বাহিনীর সদস্যরা বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে। অন্যদিকে হত্যাকাণ্ড নিয়ে চায়ের দোকান থেকে শুরু করে সর্বত্র চলছে ব্যাপক আলোচনা সমালোচনা। দ্রুত জড়িতদের আইনের আওতায় আনার দাবী জানিয়েছেন এলাকাবাসী। জানা যায়- গত রবিবার (২৪ নভেম্বর) রাতে উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের পুরানগাঁও গ্রামের মৃত জফর মিয়ার চতুর্থ ছেলে মোস্তাকিনের রুমের দরজার বিকট শব্দ শোনে মোস্তাকিনকে ডাকাডাকি করে ২য় বড় ভাই সজলু মিয়ার স্ত্রী তাছলিমা বেগম। এ সময় মোস্তাকিনের কোনো সাড়াশব্দ না পেয়ে মোস্তাকিনের ১ম বড়ভাই ফজলু মিয়ার স্ত্রী রোজিনাকে ডেকে এক পর্যায়ে দুজন পৃথক রুম থেকে বের হয়ে ঘরের প্রধান ফটকে তালাবদ্ধ দেখতে পায়। এ সময় তারা চিৎকার-চেঁচামেচী করলে আশপাশের স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এসে মোস্তাকিনের গলাকাটা লাশ দেখতে পান। পরে খবর পেয়ে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেনসহ একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মোস্তাকিন মিয়ার গলাকাটা লাশ উদ্ধার করে। এ ঘটনায় সোমবার (২৫ নভেম্বর) নিহত মোস্তাকিনের মা ফুলবানু বেগম বাদী হয়ে একই গ্রামের আব্দুল খালিকের ছেলে রায়হান উদ্দিনকে প্রধান আসামী করে তিনজনের নাম উল্লেখ করে নবীগঞ্জ হত্যা মামলা নং-১৩ দায়ের করেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়- মৃত জফর মিয়ার ৫ ছেলে। প্রায় ৬ বছর আগে জফর মিয়া মৃত্যুবরণ করেন। মৃত জফর মিয়ার বড় ছেলে ফজলু মিয়া দুবাই এবং মেজো ছেলে সজলু মিয়া ওমান প্রবাসী, ৩য় ছেলে সজল মিয়া মৌলভীবাজার থানার সরকারবাজারে ইটভাটায় কাজ করে, চতুর্থ নিহত মোস্তাকিম মিয়া (১৭) বাড়িতে থাকিয়া রাজমিস্ত্রীর সহকারীর হিসেবে কাজ করতো। ছোট ছেলে তামিম মিয়া ৩য় শ্রেণীতে লেখাপড়া করে। বড় দুই ছেলের স্ত্রী রোজিনা বেগম (২৮) ও তাসলিমা আক্তার (২০) সহকারে মামলার বাদী ফুলবানু বেগম চার বেডরুমের বসতঘরে বসবাস করে আসছেন। বাদী ফুলবানু বেগমের ৩য় ছেলে সজল মিয়া ও আসামী রায়হান উদ্দিন একত্রিতভাবে মোস্তাকিনদের বাড়িতে ওয়াইফাই ইন্টারনেট সংযোগ স্থাপন করে। পরে এ নিয়ে সজল মিয়ার সঙ্গে রায়হান উদ্দিনের বিরোধ দেখা দিলে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার মাধ্যমে ওয়াইফাই সংযোগের সময় রায়হান উদ্দিনের দেয়া ৫০০ টাকা ফেরত দেওয়া হয় এবং তাকে মোস্তাকিনদের বাড়িতে আসতে নিষেধ করা হয়। কিছুদিন পরে রাত অনুমান ২টার দিকে রায়হান নিহত মোস্তাকিনদের বসতঘরে প্রবেশ করলে মোস্তাকিনের মা ফুলবানু বেগম চিৎকার করেন। পরে সজলুর স্ত্রী তাসলিমা আক্তার দৌড়ে আসে। এ সময় স্থানীয় শফিক মিয়া, ধন মিয়া ও জাকির হোসেনসহ অন্যান্য লোকজন রায়হানকে আটক করেন। পরে স্থানীয় ইউপি সদস্য নুরুল আমিনসহ আরোও গন্যমান্য ব্যক্তিবর্গ রায়হানের ব্যাপারে বিচার সালিশ করার কথা বলে নিয়ে যান। এ ঘটনার পর আসামী রায়হান মোস্তাকিনের প্রবাসী দুই ভাইয়ের স্ত্রীদের নিয়ে নানা ধরণের অপবাদ রটায়। পরে এনিয়ে শালিস-বৈঠক বসলে রায়হানকে মোস্তাকিনদের বাড়িতে যেতে নিষেধ দেয়া হয়। এনিয়ে রায়হান মোস্তাকিনের পরিবারের উপর ক্ষিপ্ত হয়। পরে মোস্তাকিনদের পরিবারের ক্ষতি করবে বলে রায়হান হুমকি দেয় ও এলাকায় প্রচার করে। এ ঘটনার পর আসামী রায়হানের চাচা ফজল মিয়াসহ তাদের পরিবারের লোকজনদের বিষয়টি অবগত করে মোস্তাকিনের পরিবার। রায়হানের পরিবার বিষয়টি দেখবে দেখবে বলে কালক্ষেপণ করে। এ ঘটনার জের ধরে ও তার দেয়া হুমকি বাস্তবায়ন করতে রায়হান উদ্দিনসহ অন্যান্য আসামীরা মোস্তাকিনকে গলা কেটে হত্যা করে বলে মামলায় অভিযোগ করা হয়। এ দিকে হত্যাকান্ডের রহস্য উদঘাটনে নবীগঞ্জ থানা পুলিশ, হবিগঞ্জ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের ক্রাইমসিন টিমসহ অন্যান্য আইনশৃংখলা বাহিনীর সদস্যরা কাজ করছে। আইনশৃংখলা বাহিনীর একটি সূত্র বলছে- হত্যাকাণ্ড সংগঠিত হওয়ার পর থেকে প্রধান আসামী রায়হানসহ অন্যরা আত্মগোপনে চলে গেছে। গত রবিবার (২৪ নভেম্বর) হত্যাকাণ্ডের দিন রাতেই প্রধান আসামী রায়হান জেলার বাহিরে চলে যায়। ওইদিন ১০টা পর্যন্ত রায়হানের অবস্থান নবীগঞ্জ থানাধীন এলাকায় দেখায়। তবে রাত ১১টার দিকে রায়হানের অবস্থান হবিগঞ্জ সদর ও ১২টার দিকে জেলার বাহিরে দেখা যায়। এরপর থেকে রায়হানের ব্যবহৃত মোবাইল নাম্বারটি বন্ধ রয়েছে। তথ্য প্রযুক্তির সহায়তায় রায়হানসহ অন্যান্য আসামীদের অবস্থান শনাক্ত করার চেষ্টা করছে পুলিশ। অন্যদিকে মামলার তদন্তকারী কর্মকর্তা ও নবীগঞ্জ থানার এসআই তরিকুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ প্রধান আসামী রায়হানসহ অন্যান্য আসামীদের ধরতে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করছে। অপরদিকে মোস্তাকিন হত্যাকাণ্ড নিয়ে চায়ের দোকান থেকে শুরু করে সর্বত্র চলছে ব্যাপক আলোচনা সমালোচনা। দ্রুত জড়িতদের আইনের আওতায় আনার দাবী জানিয়েছেন এলাকাবাসী। এ প্রসঙ্গে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন- মোস্তাকিন হত্যাকাণ্ড নিয়ে আমরা গুরুত্বের সাথে কাজ করছি, হত্যাকাণ্ডের পর পর আসামীরা আত্মগোপনে চলে গেছে, আসামীদের ধরতে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হচ্ছে, খুব দ্রুত আসামীদের গ্রেফতার করা হবে এবং হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটিত হবে।