মাধবপুর প্রতিনিধি ॥ কোরবানির ঈদকে সামনে রেখে মাধবপুর উপজেলায় কৃত্রিম উপায়ে গরু মোটাতাজাকরণ করা হচ্ছে। এ কাজে ব্যবহার করা হচ্ছে ক্ষতিকর স্টেরয়েড ইনজেকশন ও ট্যাবলেট, যা মানবদেহের জন্য ক্ষতিকর বিষাক্ত রাসায়নিক পদার্থ হিসাবে পরিচিত। অতি অল্প সময়ে অধিক মুনাফার আশায় এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী গরু ব্যবসায়ী ও কৃষকরা ক্রেতা আকর্ষন করতে এমন সর্বনাশা ঔষধ ব্যবহার করছে। চিকিৎসকরা বলছেন এসব গরুর মাংস খাওয়া মানে তাজা বিষ খাওয়া। অথচ ক্ষতিকর জেনেও ঔষধ ব্যবহার করতে কুন্ঠিত হচ্ছেন না গো-খামারী ও গরু ব্যবসায়ীরা। কোরবানীর বাজারে মোটাতাজা গরুর ব্যাপক চাহিদা থাকার কারণে অসৎ ব্যবসায়ী ও কৃষকরা কৃত্রিম উপায়ে গরু মোটাতাজা করছে। সাধারণত গরু প্রাকৃতিক পন্থায় মোটা তাজা করতে তাজা ঘাস, খৈল, ভুষি সহ পুষ্টিকর খাবার দেয়া হয়। কিন্তু বেশি লাভের আশায় কৃত্রিম উপায়ে বিষাক্ত ঔষধ প্রয়োগ করে গরু মোটাতাজা করছে অসৎ ব্যবসায়ী ও গৃহস্তরা। তারা দ্রুত সময়ে গরু মোটাতাজা করতে অবাধে ব্যবহার করছে দেশী ও ভারতীয় ঔষধ কোম্পানীর নিষিদ্ধ ডেক্সামেথাসন গ্র“পের ঔষধ ও স্টেরয়েডের মত ভয়ানক ক্ষতিকর ইনজেকশন ও ট্যাবলেট । এসব ঔষধ গরুর দেহে প্রয়োগ করে কংকাল সার স্বাস্থ্যের গরু হাট থেকে কিনে মোটাতাজা করা হচ্ছে। এসব ঔষধের প্রভাবে অল্প দিনের মধ্যে গরুর শরীরে পানি চলে আসে এবং মোটা হয়ে দেখতে সুন্দর দেখায়। চিকিৎসকরা জানান, এসব গরুর মাংস খেলে মানুষের লিভার, কিডনি, হৃদযন্ত্র ও মস্তিস্ক ক্ষতিগ্রস্ত সহ মারাত্মক রোগে আক্রান্ত হতে পারে। মাধবপুর উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা জানান, গরু মোটাতাজাকরণে স্বীকৃত বৈজ্ঞানিক পন্থা রয়েছে। এ পন্থায় সুষম পুষ্টিকর খাবারের সঙ্গে কৃমিনাশক ট্যাবলেট এবং পরিমিত ভিটামিন খাওয়ানো হয়। এসব মোটাতাজাকরণ গরু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয়।