মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০২:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে সরকারি খালে বাড়ি নির্মাণ করে বিক্রি মাধবপুর সীমান্তে আটক ৬ অনুপ্রবেশকারী পরকীয়ার বলি মোস্তাকিন ॥ এলাকায় গুঞ্জন ॥ নবীগঞ্জে কিশোর হত্যার ঘটনায় মামলা দায়ের ॥ দাফন সম্পন্ন রিমান্ড শেষে সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সুমন কেন্দ্রীয় কারাগারে বাহুবলে মহাসড়কের পাশে অবৈধ বালুর রমরমা বাণিজ্য মিনাল চৌধুরীর বিরুদ্ধে মামলা করায় ইউনিটি ফর ইউনিভার্স হিউম্যান রাইটস এর নিন্দা মামলার দীর্ঘসূত্রিতা নিয়ে ক্ষোভ ॥ দ্রুত রায় কার্যকরের দাবী ॥ নবীগঞ্জের নহরপুরের ইকবাল হোসেন হত্যার ৯ বছর আজ হাসপাতালের মুখে জেলা পরিষদের চা স্টলে অগ্নিকাণ্ড ॥ অল্পের জন্য রক্ষা নবাগত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের সাথে সদর থানার ওসির সৌজন্য সাক্ষাৎ বানিয়াচংয়ে জমকালো আয়োজনে এন.এইচ.জাহেদ একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

বাহুবলে মহাসড়কের পাশে অবৈধ বালুর রমরমা বাণিজ্য

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
  • ১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলার চা বাগান ও বিভিন্ন ছড়ার ইজারা বহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে পাচার করছে একটি চক্র। নিয়ম নীতির তোয়াক্কা না করে মহাসড়কের পাশে অবৈধ বালুর ডিপো তৈরি করে এসব বালু পাচার করছে দেশের বিভিন্ন স্থানে। অবৈধভাবে বালু উত্তোলন ও পাচার করে বালু মাফিয়া চক্রটি অল্প দিনে হয়ে উঠেছে আঙ্গুল ফুলে কলাগাছ। এতে করে একদিকে যেমন বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে সরকার অপরদিকে চা বাগানের পরিবেশ-প্রতিবেশ ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি মহাসড়কে বাড়ছে দুর্ঘটনার শঙ্কা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ঢাকা-সিলেট মহাসড়কের পাশে বাহুবল উপজেলার হাফিজপুর, বশিনা ও ঢাকা-মৌলভীবাজার মহাসড়কের জয়পুর, নতুন বাজার এবং কামাইছড়া এলাকায় অন্তত ৬ টি স্থানে স্তুপ করে রাখা হয়েছে বালু। কোন কোন স্থানে এক্সাভেটর দিয়ে বালু লোড করা হচ্ছে বড় ট্রাকে। মহাসড়কের পাশে এসব বালুর স্তুপের কারণে প্রায়ই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। অনুসন্ধানে জানা যায়, এসব বালু বাহুবল উপজেলার রশিদপুর চা বাগানের কামাইছড়া ও দারাগাও চা-বাগানের বিভিন্ন পয়েন্ট থেকে অবৈধ ভাবে উত্তোলন করে রাতের আধারে ট্রাক্টর যোগে এনে মহাসড়কের পাশে স্তুপ করে রাখা হয়। পরবর্তীতে রাতে ও দিনে বড় ট্রাক যোগে দেশের বিভিন্ন স্থানে পাচার করা হয়। ১৩শ টাকা করে প্রতি ট্রাক্টর কিনে নিয়ে উচ্চ মুল্যে বাহিরে বিক্রি করে বিপুল টাকা হাতিয়ে নিচ্ছে। এ বিষয়ে বাহুবল উপজেলা নির্বাহী অফিসার মনজুর আহসান বলেন, কিছুদিন পূর্বে কামাইছড়াতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। বালুর ডিপুর বিষয়ে ইতিমধ্যে একটি প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে শীঘ্রই প্রেরণ করা হবে। কেউ যদি ব্যক্তি মালিকানাধীন জমি ব্যতীত বালুর ডিপু তৈরি করে ব্যবসা করে তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com