জাবেল মিয়া, পানিউমদা থেকে ॥ ঢাকা-সিলেট মহা সড়কের নবীগঞ্জ ফুলতলী বাজার মুশকিল আহসান এর মাজারের নিকট প্রাইভেট কারের ধাক্কায় দুই টেলা চালক গুরুতর আহত হয়েছে। আহতরা হলো উপজেলার পানিউমদা গ্রামের শফিক মিয়া (৩০) ও আষাড় মিয়া (৩২)। লোকজন তাদের উদ্ধার করে বাহুবল হাসপাতালে নিয়ে যান।
জানা যায়, হযরত শাহ্ জালাল (র) এর মাজার জিয়ারতের উদ্দেশ্যে প্রাইভেট কার যোগে কয়েকজন ঢাকা থেকে সিলেট যাচ্ছিলেন। সকাল সাড়ে ১০টার দিকে কারটি উল্লেখিত স্থানে পৌছুলে চালক নিয়ন্ত্রন হারিয়ে এদের ধাক্কা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এ সময় কারটি রুস্তমপুর টোলপ্লাজায় গেলে স্থানীয় লোকজন কার সহ চালককে আটক করে। পরে বিষয়টি আপোষে মিমাংসা হয়।