মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচং সদরের ১নং উত্তর পূর্ব ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স এর নির্মিতব্য ভবনের ছাদ ঢালাই এর উদ্বোধন হয়েছে। গতকাল সংসদ সদস্য এডভোকেট আব্দুল মজিদ খান ঢালাই কাজের উদ্বোধন করেন । এসময় তিনি কাজের গুনগতমান ও অগ্রগতিতে ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স এমএ আহাদ ট্রেডার্স এর প্রতি সন্তোষ প্রকাশ করেন। উদ্বোধনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি মুক্তিযোদ্ধা আমির হোসেন মাস্টার, সহকারী কমিশনার (ভূমি) এবিএম মশিউর রহমান, ১নং উত্তর পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান খান, এলজিইডি উপজেলা প্রকৌশলী বিপ্লব পাল, সাবেক ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোতাব্বির মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ লুৎফুর রহমান, কৃষ্ণ দেব, আবুল হোসেন, ভবন নির্মাণ কাজের ঠিকাদার এম এ আহাদ ও ইউনিয়ন পরিষদ এর সদস্যবৃন্দ। উল্লেখ্য, গত ১৪ জুন ৮৫ লাখ টাকা ব্যয়ে ভবনটি নির্মিত হচ্ছে।