রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০১:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সদর উপজেলা বিএনপির কাউন্সিল ॥ কাজল সভাপতি, মতিন সম্পাদক ॥ নির্বাচন কমিশন কি করবে আগামী দিনই বলে দেবে-ডা. জাহিদ চুনারুঘাটে নিহত রাজু মিয়ার বাড়ি পরিদর্শন করলেন পুলিশ সুপার নবীগঞ্জে ৬টি চোরাই মোবাইল উদ্ধার নবীগঞ্জের মসজিদের সেক্রেটারী কাজলকে ইয়াবা দিয়ে ফাঁসানোর ঘটনায় ৩ গ্রামের প্রতিবাদ সভা শতবছর পূর্তি অনুষ্ঠান হবে ১টি মাইল ফলক ॥ ড. জহিরুল হক মাধবপুরে রাত হলেই মাটি পাচারে মেতে উঠেন যুবলীগ নেতা মনির হবিগঞ্জ জেলা উদীচীর সম্মেলন প্রস্তুতি পরিষদ গঠন শহরের ২নং পুল এলাকা থেকে সাজাপ্রাপ্ত আসামি আটক চুনারুঘাট থানায় ব্যারিস্টার সুমনকে জিজ্ঞাসাবাদ ॥ নিরাপত্তা জোরদার দেউন্দি সড়কে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক

নবীগঞ্জে ৬টি চোরাই মোবাইল উদ্ধার

  • আপডেট টাইম রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
  • ১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে অপ্রতিরোধ্য হয়ে উঠেছে মোবাইল চুরির সিন্ডিকেট। এ চক্রের তৎপরতায় প্রতিনিয়ত বিভিন্ন স্থান থেকে খোয়া যাচ্ছে মোবাইল। মোবাইল চোর চক্র বেঁচে নিয়েছে বড় বড় জনসভা, ইসলামি সভাসহ বিভিন্নস্থান। চুরি ও ছিনতাই হওয়া এসব মোবাইল বিক্রি হচ্ছে সিলেটের করিম উল্লাহ মার্কেটসহ বিভিন্ন নামীদামী দোকানে। চক্রের সদস্যরা এতটাই দক্ষ যে তারা মুহূর্তেই মুছে ফেলে ছিনতাই করা মোবাইল ফোনের সব প্রমাণ। যে কারণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও এসব মোবাইল ফোন উদ্ধার করতে হিমশিম খান। এদিকে সম্প্রতি নবীগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ৬টি চোরাই মোবাইল উদ্ধার করা হয়েছে। এর আগে করিম উল্লাহ মার্কেটের একাধিক মোবাইল সার্ভিসিং দোকানে অভিযান চালিয়ে মোবাইল চোর, ছিনতাইকারী চক্র ও মোবাইলের আইএমইআই পরিবর্তনকারী সংঘবদ্ধ চক্রের চয় সক্রিয় ৬ সদস্যকে গ্রেফতার করে র‌্যাব। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ চোরাই মোবাইল ফোন, আইএমইআই পরিবর্তনের বিভিন্ন ডিভাইস উদ্ধার করা হয়। জানা গেছে- শীতের মৌসুমে গ্রামাঞ্চলের বিভিন্নস্থানে ওয়াজ মাহফিল হয়ে থাকে। এসব ওয়াজ মাহফিলে জনপ্রিয় ইসলামী বক্তাগণের আগমন ঘটলে হাজার হাজার মানুষ জমায়েত হয়। তখন মোবাইল চোর চক্র সেখানে ঝটলা সৃষ্টি করে সু-কৌশলে মোবাইল চুরি করে থাকে। গত দুই মাসে নবীগঞ্জে প্রায় শতাধিক মোবাইল চুরি হয়েছে। চলতি বছরের ২৯ জানুয়ারী নবীগঞ্জ উপজেলার আউশকান্দি আন্তর্জাতিক সুন্নী কনফারেন্সে প্রায় লক্ষাধিক মানুষের সমাগম হয়েছিল। ওইস্থান থেকে ৪০/৫০টি মোবাইল চুরি হয়, সভায় নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের মোবাইলও চুরি হয়। ওইদিন স্থানীয় জনতা ৩ জন মোবাইল চোরকে পুলিশে সোপর্দ করে। পরে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়। নবীগঞ্জ শহরের বিভিন্ন পয়েন্ট, সভা সমাবেশ ও আলোচনা সভায় ইদানিং মোবাইল চুরি ব্যাপক ভাবে বৃদ্ধি পেয়েছে। এসব চুরির সাথে নবীগঞ্জের কিছু চিহ্নিত লোক জড়িত থাকার অভিযোগ রয়েছে। চোরাইকৃত মোবাইল ফোনগুলো সিলেট শহরের করিম উল্লাহ মার্কেটসহ বিভিন্ন মার্কেটে বিক্রয় করা হয়। এসব চোরাই মোবাইল সাধারণ ক্রেতারা ক্রয় করে পড়েন বিপাকে।
পুলিশ চোর চক্রের কাছ থেকে সম্প্রতি কিছু মোবাইল উদ্ধার করলেও চোর চক্রের মূলহোতারা রয়ে গেছে ধরাছোয়ার বাইরে।
খোঁজ নিয়ে জানা গেছে, নবীগঞ্জ শহরের মোবাইল চোর চক্রের মূলহোতা আনমনু গ্রামের দারগা মিয়ার পুত্র বাদল আহমদ (৩৬)। বাদলের বিভিন্ন অপকর্ম ডাকতে তাকে সহযোগিতা করেন নবীগঞ্জ পৌরসভার স্থানীয় এক সাবেক কাউন্সিলর। বাদল মোবাইল চুরি, বিদ্যুতের ট্রান্সমিটার চুরিসহ নানা অপকর্মের সাথে জড়িত রয়েছে বলেও অভিযোগ রয়েছে। বাদলের একই অঙ্গে বহু রূপ কখনও মোবাইল মেইকার, কখনও ইলেকট্রনিক দোকানের কর্মচারী, কখনও সাংবাদিক, কখনও রাজমিস্ত্রী পরিচয় দিয়ে মানুষের সাথে নানা রকম প্রতারণা করে আসছে। ক্লাস ফাইভ পর্যন্ত লেখা পড়া করা ‘বাদল চোরা’ নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে ফেইসবুকে নানা অপপ্রচার করে যাচ্ছে। এছাড়াও পিতার নাম দারগা মিয়া হওয়ার সুবাধে তার পিতা নাকি থানার দারগা ছিলেন বলেও পরিচয় দিয়ে বিভিন্ন সুযোগ সুবিধা নেওয়ার চেষ্টা করে।
সম্প্রতি বাগাউউড়া গ্রামের এক ব্যক্তির মোবাইল নবীগঞ্জ শহর থেকে চুরি হলে সেই মোবাইলটি নবীগঞ্জ থানার এসআই পরিমল তথ্য প্রযুক্তির মাধ্যমে সিলেট শহরের করিম উল্লাহ মার্কেটের ইসলাম টেলিকম থেকে উদ্ধার করেন। সেখানে মোবাইলটি বিক্রি করেন আনমনু গ্রামের বাদল আহমদ। পরে পুলিশ বাদল আহমদকে জিজ্ঞাসাবাদ করলে সে মোবাইল চুরির কথা স্বীকার করে। পরে এক সাবেক কাউন্সিলরের মাধ্যমে টাকা ফেরত দিয়ে মুক্তি পায়। ইদানিং বাদল এর নেতৃত্বে মোবাইল ও ছিনতাই বৃদ্ধি পেয়েছে বলে অভিযোগ উঠেছে। দিনারপুরের রফিক মিয়া নামে এক ব্যক্তি জানান- কয়েকদিন আগে নবীগঞ্জ শহরে একটি কাজে গিয়েছিলাম, হঠাৎ হাত থেকে আমার ফোন কেড়ে নিয়ে দৌড় দেয় একটি যুবক, পরে আর থাকে খোঁজে পাওয়া যায়নি। দেওতৈল গ্রামের সাফি বলেন- নবীগঞ্জে মোবাইল চুরি বেড়ে গেছে, গত কিছুদিন আগে নতুন বাজার পয়েন্ট থেকে আমার বোনের মোবাইল চুরি হয়।
তিমিরপুর গ্রামের তাজ উদ্দিন বলেন বাজারে হেটে যাওয়ার পথে কিছুদিন পকেট থাকা আমার মোবাইলটি কে বা কারা চুরি করে নিয়ে যায়।
পূর্ব তিমিরপুর গ্রামের রোমান জানান- কয়েকমাস পূর্বে সিলেটের করিম উল্লাহ মার্কেট থেকে একটি মোবাইল ক্রয় করি। পরবর্তীতে কিছুদিন মোবাইল ব্যবহারের পর পুলিশ আমার সাথে যোগাযোগ করলে মোবাইলটি চোরাই বলে আমি জানতে পারি। পরে চোরাই মোবাইল নিয়ে আমি নানা ভোগান্তিতে পড়ি।
নাম প্রকাশ না করার শর্তে নবীগঞ্জ শহরের এক ব্যবসায়ী বলেন, আমি একটি দোকান থেকে নতুন মোবাইল ফোন ক্রয় করি। পরে বাসায় গিয়ে দেখতে পাই মোবাইল ফোনের আইএমইআই এবং মোবাইলের বক্সে দেয়া আইএমইআই এর কোন মিল নেই। পরে তথ্য প্রযুক্তির মাধ্যমে দেখতে পাই মোবাইলটি আমি কেনার আগে আরো কয়েক মাস ব্যবহার করা হয়েছে। পরবর্তীতে মোবাইল ফোনটি সেই দোকানে ফেরত দিয়ে আসি।
সিলেট করিম উল্লাহ মাকের্টস্থ ইসলাম টেলিকমের সাথে যোগাযোগ করা হলে বাদল বিভিন্ন সময়ে সময়ে তাদের দোকানে চোরাই মোবাইল বিক্রি করে বলে অকপটে স্বীকার করে এবং তার জাতীয় পরিচয়পত্র, ছবি ও মোবাইল নাম্বার আমাদের কাছে সংরক্ষিত আছে।
এ বিষয়ে এসআই পরিমলের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন চোরাই মোবাইলের বিক্রির টাকা বাদল ফেরত দিয়েছেন।
নবীগঞ্জ থানার ওসি মোঃ কামাল হোসেন বলেন, মোবাইল চোর সিন্ডিকেটের মূলহোতাদের ধরতে পুলিশ সক্রিয় রয়েছে। তথ্য প্রযুক্তির মাধ্যমে মোবাইল সনাক্ত করা সম্ভব। তিনি বলেন কারো মোবাইল চুরি হলে থানায় জিডি করলে আমরা সেটা উদ্ধারে চেষ্টা করবো। গত ২৯ তারিখ নবীগঞ্জ থেকে চুরি হওয়া মোবাইল আমরা তথ্য প্রযুক্তির মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসির নগর উপজেলার ধরমন্ডল থেকে অভিযান চালিয়ে ৬টি চোরাই মোবাইল উদ্ধার করেছি।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com