প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী, হবিগঞ্জ জেলা সংসদের একাদশ সম্মেলন সম্পন্ন করার লক্ষ্যে গতকাল ২২ নভেম্বর স্থানীয় মাতৃছায়া কেজি এন্ড হাইস্কুলে দুপুর ১২টায় এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি প্রবীর সরদার ও এডভোকেট মকবুল হোসেন উপস্থিত ছিলেন। হবিগঞ্জ জেলা সংসদের সভাপতি বন্ধুমঙ্গল রায়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান কাউছার এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- পীযূষ চক্রবর্তী, আজমান আহমেদ, কিশোর কুমার দাশ, প্রভাতী সূত্রধর পাপ্পু, ফোরকান মজুমদার, অসীম বনিক, মাসুদ পারভেজ, তানসেন মিয়া, নৃত্যশিল্পী প্রবীর শীল, রনি কুড়ি, শ্রাবন দাশ, বিশ^জিৎ কর্মকার, জয় বনিক, প্রত্যয় প্রিয় দাশ প্রমুখ। সভাশেষে সর্বসম্মতিক্রমে ১১ সদস্য বিশিষ্ট সম্মেলন প্রস্তুতি পরিষদ গঠন করা হয়। আহবায়ক হিসেবে কিশোর কুমার দাশকে নির্বাচিত করা হয়। সদস্য সচিব- প্রভাতী সুত্রধর পাপ্পু, যুগ্ম আহবায়ক ফোরকান মজুমদার ও মোঃ তানসেন মিয়া। সদস্য- পীযূষ চক্রবর্তী, আজমান আহমেদ, বন্ধু মঙ্গল রায়, আজিজুর রহমান কাউছার, মাসুদ পারভেজ, অসীম বনিক ও জয়দীপ সাহা।