শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০২:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে ভাতিজাদের হাতে চাচা খুনের অভিযোগ হবিগঞ্জে ব্যারিস্টার সুমনের দুই দিনের রিমান্ড মঞ্জুর ॥ বিক্ষুব্ধ জনতার ডিম নিক্ষেপ পুটিজুরীর বাঁশপাতা রেস্টুরেন্ট এলাকায় জনতার হাতে যুবতী আটক ॥ মুহিম এর পলায়ন শিক্ষা উপকরণ বিতরণকালে জিকে গউছ ॥ বিএনপি ভালোবাসা দিয়ে মানুষের হৃদয় জয় করতে চায় নবীগঞ্জের ইউপি চেয়ারম্যান রানার বিরুদ্ধে সরকারি গাছ বিক্রি ও ট্যাক্সের টাকা আত্মসাতের অভিযোগ সংবাদ সম্মেলন জেলা কমান্ড্যান্ট ॥ জোৎস্না বেগম জোনাকী নিজের অপকর্ম ঢাকতে কর্মকর্তার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছেন নবীগঞ্জ সড়কে মোটর সাইকেল দুর্ঘটনায় ব্যবসায়ী সাদিক নিহত হবিগঞ্জ জেলা সংবাদপত্র হকার্স সমিতির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ নবীগঞ্জ প্রেসক্লাবে শিক্ষানুরাগী আব্দুল হান্নানকে সংবর্ধনা বানিয়াচংয়ে কৃতি ফুটবলার বি রায় চৌধুরীর মৃত্যুবার্ষিকী পালিত

হবিগঞ্জে ব্যারিস্টার সুমনের দুই দিনের রিমান্ড মঞ্জুর ॥ বিক্ষুব্ধ জনতার ডিম নিক্ষেপ

  • আপডেট টাইম শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
  • ০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের সাবেক এমপি ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কামরুল হাসান রিমান্ড আদেশ মঞ্জুর করেন। এর আগে বৈষম্য বিরোধী আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই লিটন রায় তার ১০ দিনের রিমান্ড আবেদন করেন। দুপুরে ব্যারিস্টার সুমনকে আদালতে নেয়া হলে বিক্ষুব্ধ জনতা বিক্ষোভ করে তার ফাঁসি দাবি করেন। এ সময় জনতা সুমনকে বহনকারী প্রিজনভ্যানে ডিম ছুড়ে মারেন। বিষয়টি নিশ্চিত করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী এ পিপি নুরুল ইসলাম চৌধুরী। তিনি জানান, গত ১৬ জুলাই চুনারুঘাট উপজেলার শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ গোলচত্বরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে ১১ সেপ্টেম্বর সৈয়দ সায়েদুল হক সুমনসহ ৯৭ আসামির নাম উল্লেখ করে প্রায় ২০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এছাড়া গত ২২ অক্টোবর রাজধানীর মিরপুর থেকে সুমনকে গ্রেফতার করা হয়। তখন থেকেই ঢাকা কেন্দ্রীয় কারাগারে ছিলেন তিনি।
এদিকে, ব্যারিস্টার সুমনের রিমান্ড শুনানির বিষয়ে বৃহস্পতিবার ধার্য্য করা হলে ঢাকা কেন্দ্রীয় কারাগারে থাকা সাবেক এই সংসদ সদস্যকে বুধবার হবিগঞ্জ কারাগারে স্থানান্তর করা হয়। ব্যরিস্টার সুমনের আইনজীবী মোঃ সহিদুল ইসলাম বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মিথ্যা মামলায় সুমনকে জড়ানো হয়েছে। আমরা আদালতকে বলেছি ঘটনার তারিখ ও সময়ে তিনি ঘটনাস্থলে ছিলেন না। এ মামলায় ব্যরিস্টার সুমনের কোন সংশ্লিষ্টতা নেই। এর আগে ব্যরিস্টার সুমনকে আদালতে নিয়ে আসার সময় বিক্ষুব্ধ জনতা আদালত প্রাঙ্গনে বিক্ষোভ করে ব্যারিস্টার সুমনের ফাঁসি দাবি করেন। এ সময় জনতা সুমনকে বহনকারী প্রিজনভ্যানে ডিম ছুড়ে মারেন। এছাড়াও আদালত চলাকালীন সময়ে ব্যরিস্টার সুমনের এক সমর্থক আদালতের ভেতরের ভিডিও ধারণ করার চেষ্টা করলে আইনজীবীরা তাকে ধাওয়া করেন। এসময় ওই সমর্থক পালিয়ে যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com