স্টাফ রিপোর্টার ॥ বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেছেন- সুবিধা বঞ্চিত অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো রাষ্ট্রের দায়িত্ব। কিন্তু বিগত ১৫টি বছর যারা রাষ্ট্রের দায়িত্বে ছিল তারা এতটা দলকানা ছিল যে তাদের দল ও সমর্থক ছাড়া ভিন্ন দল ও ধর্মের মানুষকে এক পয়সার সুবিধা দেয়নি। যারা আওয়ামীলীগ করেছে, আওয়ামীলীগের পাশে ছিল কেবল তারাই রাষ্ট্রের সুবিধা ভোগ করেছে। শুধু এখানে শেষ ছিল না, রাষ্ট্রের যে বরাদ্ধ এসেছে তার অর্ধেক আওয়ামীলীগের বড় নেতা থেকে শুরু করে ওয়ার্ডের নেতা পর্যন্ত ভাগ বাটোয়ারা করে খেয়ে ফেলেছে। আওয়ামীলীগের যেসব নেতা ভাড়াটিয়া বাসায় থাকতো তারা বড় বড় বাড়ি বানিয়েছে, এটাই হচ্ছে আওয়ামীলীগের ইতিহাস।
তিনি গতকাল বুধবার বিকালে সদর উপজেলার ৩নং তেঘরিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের রামপুর গ্রামে খাদ্য সামগ্রী বিতরণকালে এসব কথা বলেন।
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থ্যতা কামনায় অসহায় ও দুঃস্থদের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য বিতরণকালে জি কে গউছ আরও বলেন- জনগণ দেশের মালিক। জনগণের ভোটে দেশের প্র্রতিনিধি নির্বাচিত হন। কিন্তু জনগণকে যারা অবহেলা করে, অবজ্ঞা করে, জনগণের হক যারা খেয়ে ফেলে তাদের সাথে বন্ধুত্ব করা যাবে না। এই বিবেচনা যদি না থাকে তাহলে দেশের জনগণ বার বার ক্ষতিগ্রস্থ হয়েছে, বারবার ক্ষতিগ্রস্থ হবেন।
তিনি বলেন- শেখ হাসিনা এতটা অন্যায় করেছেন জুলুম করেছেন, যার কারণে দেশের ছাত্র জনতা আবাল বৃদ্ধ বনিতা গর্জে উঠেছিল বলেই শেখ হাসিনাকে এক কাপড়ে পালিয়ে ভারতে যেতে বাধ্য হয়েছেন। সবার চোখ ফাঁকি দেয়া যাবে কিন্তু আল্লাহর চোখ ফাঁকি দেয়া যাবে না। আল্লাহ সীমালঙ্গনকারীকে পছন্দ করেন না। আওয়ামীলীগ নেতারা তাদের লুটপাট ও দুর্নীতির মাধ্যমে সীমালঙ্গন করেছিলেন বলেই আওয়ামীলীগের চরম ভরাডুবি হয়েছে। এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে। তেঘরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শিপন আহমেদ আছকিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিলুর পরিচালনায় খাদ্য সামগ্রী বিতরণ সভায় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী এনামুল হক, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক এডভোকেট এস এম বজলুর রহমান, বিএনপি নেতা এস এম আলী আজগর, গিরেন্ড চন্দ্র রায়, জেলা যুবদলের সদস্য সচিব সফিকুর রহমান সিতু, নজরুল ইসলাম কাওছার, জালাল মিয়া, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক শেখ মামুন, আব্দুস শহিদ, আল আমিন, শাহিন মিয়া, কামাল মিয়া, মামুন মিয়া, সালাউদ্দিন মিয়া, চান মিয়া, মোহাম্মদ আলী, দুধু মিয়া, ইয়াস উদ্দিন, মজিদ মিয়া, মজনু মিয়া, জাকির মিয়া, মিজান মিয়া, আব্দুর রউফ, লাছকু মিয়া, আলকাছ মিয়া, জলিল মিয়া, কিম্মত আলী প্রমুখ।