স্টাফ রিপোর্টার ॥ বৃহত্তর সিলেট তথা হবিগঞ্জের বিশিষ্ট শিাবিদ এবং হবিগঞ্জ হাই স্কুল এন্ড কলেজের প্রাক্তন প্রধান শিক মরহুম আব্দুল হান্নান চৌধুরী স্মৃতি বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে এই বৃত্তির টাকা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন হবিগঞ্জের বিজ্ঞ পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মোঃ আব্দুল হাই। হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আলফাজ উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনটিভি ও দৈনিক আমার দেশ প্রতিনিধি হারুনুর রশিদ চৌধুরী, হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আব্দুল কাইয়ুম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা সমন্বয়ক আশরাফুল ইসলাম সুজন। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্র কামরুল হাসান শিহাব।
অনুষ্ঠানে শিাবিদ মরহুম আব্দুল হান্নান চৌধুরীর জীবনী পাঠ করেন হবিগঞ্জ হাইস্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক শিউলী রানী দাশ। এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক ও এশিয়ান টিভি প্রতিনিধি এস এম সুরুজ আলী ও সাংবাদিক তানভীর হোসেন। অনুষ্ঠানে প্রত্যেক শিক্ষার্থীকে দুই হাজার টাকা করে বৃত্তি প্রদান করা হয়।
প্রসঙ্গত, মরহুম আব্দুল হান্নান চৌধুরীর ছেলে সুইডেন প্রবাসী কমিউনিটি লিডার আব্দুল বাছিত চৌধুরীর আর্থিক সহায়তায় প্রতিবছর এই বৃত্তি প্রদান করা হয়ে থাকে।