মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ১২:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে সেনাবাহিনীর অভিযান ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নবীগঞ্জে বহুল আলোচিত কলেজ ছাত্রী তন্নী হত্যাকান্ড ॥ ঘাতক রানু’র মৃত্যুদন্ডাদেশ কার্যকর চায় তন্নী পরিবার নবীগঞ্জে নারীকে হত্যার দায়ে ঘাতকের যাবজ্জীবন কারাদণ্ড আল্লামা শাহ আব্দুল কুদ্দুছ নূরী (র:) এর ১৮তম মৃত্যুবার্ষিকী আজ চুনারুঘাট পুলিশের অভিযানে এক ডজন আসামী গ্রেফতার আজমিরীগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে ১৫ প্রার্থীর মনোনয়ন দাখিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষ্যে মাধবপুরে বিএনপির দোয়া ও আলোচনা সভা রাজিউড়ায় অবৈধভাবে কবরস্থানের মাটি কেটে বিক্রি বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার ছাত্র সমাবেশ সফল করতে পরামর্শ সভা অনুষ্ঠিত উপজেলা পরিষদের গেইটে ইয়াবাসহ কামাল আটক

সাংবাদিক ও সংগীত শিল্পী সঞ্জীব চৌধুরী ১৭তম প্রয়াণ দিবসে স্মরণ সভা অনুষ্টিত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
  • ৩০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ গত ১৯ নভেম্বর ছিল সাংবাদিক-সংগীত শিল্পী-সুরকার ও গীতিকার সঞ্জীব চৌধুরীর ১৭তম প্রয়াণ দিবস । এ উপলক্ষে গতকাল ২০ নভেম্বর সন্ধ্যা ৭ টায় পার্থ-সঞ্জীব স্মৃতি পরিষদ-এর উদ্যোগে হবিগঞ্জ শহরের টাউন হল সড়কস্থ খোয়াই থিয়েটারে এক ঘরোয়া স্মরণসভার আয়োজন করা হয়। এতে আলোচনায় অংশগ্রহণ করেন শিক্ষাবিদ ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন- বাপা জেলা শাখার সভাপতি অধ্যাপক মুহাম্মদ ইকরামুল ওয়াদুদ, হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, সম্মিলিত নাগরিক আন্দোলনের সভাপতি পীযূষ চক্রবর্তী, কবি বাদল চন্দ্র বণিক, বাপা জেলা শাখার সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল, সংস্কৃতিকর্মী ও সংগীত শিল্পী রুমন, নাট্যকর্মী ও প্রভাষক সুকান্ত গোপ, প্রভাষক সারওয়ার পরাগ, সাহিত্যকর্মী বরুণ শিকদার, ব্যান্ড সংগীত শিল্পী শুভ শ্যাম প্রমুখ। এ ছাড়াও সভায় উপস্থিত ছিলেন জাতীয় কবিতা পরিষদ জেলা সাধারণ সম্পাদক আবদুল্লাহ আবীর, নাট্যকর্মী আবদুল হামিদ, লোকসংস্কৃতি গবেষক গৌতম চন্দ্র দাস, নাট্যকর্মী ও সাংবাদিক আজহারুল ইসলাম চৌধুরী মুরাদ, সংস্কৃতিকর্মী রাজা স্মরণ ভট্টাচার্য, প্রকাশক ও সাহিত্য সাময়িকী শব্দকথা’র সম্পাদক মনসুর আহমেদ, চলচ্চিত্র পরিচালক সৈয়দ রাশিদুল হক রুজেন ও পরিষদের দপ্তর সম্পাদক ইমদাদ মোহাম্মদ । সভা পরিচালনা করেন পার্থ-সঞ্জীব স্মৃতি পরিষদের সভাপতি সিদ্দিকী হারুন।
সভায় বক্তাগণ বলেন, কবি- সাংবাদিক ও সংগীত শিল্পী সঞ্জীব চৌধুরীর জীবনাদর্শের বহুল পঠন, আলোচনা ও প্রচার-প্রকাশ জরুরি।
প্রসঙ্গতঃ ১৯৬২ সালের ২৫ ডিসেম্বর হবিগঞ্জের বানিয়াচংয়ের মাকালকান্দি গ্রামে জন্মগ্রহণ করেন সঞ্জীব চৌধুরী। বাবা ননী গোপাল চৌধুরী এবং মা প্রভাষিণী চৌধুরীর নয় সন্তানের মধ্যে সঞ্জীব ছিলেন সপ্তম।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে প্রথম বিভাগে প্রথম হয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি শেষ করেন সঞ্জীব চৌধুরী। এরপর আশির দশকে যুক্ত হন সাংবাদিকতায়।
সঞ্জীব চৌধুরী ছিলেন একাধারে একজন সাংবাদিক-গায়ক-সুরকার ও গীতিকার। জনপ্রিয় ব্যান্ড দলছুটের অন্যতম প্রতিষ্ঠাতা তিনি। সম্মিলিত সাংস্কৃতিক জোট গঠনে রয়েছে তাঁর অবদান।
৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে ছিল তার সক্রিয় অংশগ্রহণ। সে সময় প্রগতিশীল ছাত্র রাজনীতির সঙ্গে জড়িত সঞ্জীব চৌধুরী গলায় হারমোনিয়াম ঝুলিয়ে তাৎক্ষণিক গান লিখে সুর দিতেন আর দলবল নিয়ে রাজপথ কাঁপাতেন কোরাস গান গেয়ে।
ফিচার সাংবাদিকতার ধারা বদলে দেওয়া সঞ্জীব চৌধুরীর সাংবাদিকতা শুরু সাপ্তাহিক ‘উত্তরণ’ পত্রিকা দিয়ে। এরপর দৈনিক আজকের কাগজ হয়ে দৈনিক ভোরের কাগজে। এক সময়ের তুমুল জনপ্রিয় এই দৈনিকটিতে সূচনালগ্ন থেকে সম্পৃক্ত হয়ে জীবনের দীর্ঘ একটা সময় পার করে দেন। এরপর দৈনিক যায়যায়দিন-এর ফিচার এডিটর হিসেবে যোগ দেন।
সাংবাদিকতার পাশাপাশি সংগীতেও তিনি মেধার পরিচয় রেখে গেছেন। পারিবারিকভাবেই ছোটবেলায় সঙ্গীত চর্চায় হাতেখড়ি হয়েছিল তার। গান গাওয়ার পাশাপাশি নিজেই গান লিখতেন, সুরও দিতেন।
বাপ্পা মজুমদারকে সঙ্গে নিয়ে ১৯৯৬ সালে গঠন করেন ব্যান্ড দল দলছুট। দলছুটের অন্যতম ভোকাল সঞ্জীব চৌধুরী বাউল সাধক শাহ্ আবদুল করিমের ‘গাড়ি চলে না’ গানটি গেয়ে জয় করেন সমগ্র দেশ। ‘সাদা ময়লা রঙিলা পালে আউলা বাতাস খেলে’, ‘তোমার বাড়ির রঙের মেলায়’, ‘আগুনের কথা বন্ধুকে বলি’, ‘আমাকে অন্ধ করে দিয়েছিল চাঁদ’, ‘আমি তোমাকেই বলে দেব’, ‘রিক্সা কেন আস্তে চলে না’ প্রভৃতি অসংখ্য মনমতানো গানের স্রষ্টা তিনি। ২০০৭ সালের ১৯ নভেম্বর তিনি না ফেরার দেশে চলে যান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com