স্টাফ রিপোর্টার ॥ বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জিকে গউছ বলেছেন- শেখ হাসিনা আর কোনো দিন বাংলাদেশের মানুষের সামনে মাথা উচু করে ফিরে আসতে পারবে না। এতটা অন্যায় করেছে, এত মানুষ খুনের রক্তে যার হাত রঞ্জিত সেই খুনি শেখ হাসিনা আর বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসতে পারবে না। শেখ হাসিনা মানুষের সামনে কথা বলার অধিকার সেই দিনই হারিয়ে ফেলেছে, যেই দিন এক কাপড়ে হেলিকপ্টারে চড়ে পালিয়ে গিয়েছেন ভারতে। সেই দিনই আওয়ামীলীগের রাজনৈতিক কবর রচিত হয়েছে। তিনি গতকাল সোমবার বিকালে হবিগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয় এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় জি কে গউছ আরও বলেন- যারা জনগণের ভোট চুরি করেছিলেন, এখন বাড়িঘর ফেলে পালিয়ে বেড়াচ্ছেন, আপনাদের মৃত্যু হলে জানাজা হবে কোথায়। আপনাদের ভাবা উচিৎ ছিল, আমি যে ভিটায় জন্ম গ্রহন করেছি, আমি এমন কাজ করব যাতে সেই ভিটায় থাকতে পারি। এমন কাজ করব যেন আমি মরলে মানুষ চোখের পানিতে বুক ভাসায়। আমার লাশ কাঁদে করে কবরে নিয়ে রাখে, আর মহান আল্লাহর নিকট আমার জন্য দোয়া করে, তাহলেই আমার জীবন সার্থক। আমরা ভালো কাজ করতে চাই, ভালো কাজের মধ্য দিয়ে মানুষের হৃদয়ে বেঁচে থাকতে চাই। তিনি বলেন- যৌবন, মতা, অর্থ সারাজীবন থাকে না। যখন আমাদের যৌবন থাকে, মতা থাকে তখন হিসাব করে কাজ করতে হয়। যারাই হিসাবে ভুল করেছে তাদের খেসারত শেখ হাসিনার মত হয়েছে।
তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান। ২নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ফরিদ মিয়ার সভাপতিত্বে এবং সাবেক সভাপতি আহাদ আলী ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাকির হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইসলাম তরফদার তনু ও হাজী এনামুল হক, সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান কাজল, যুগ্ম আহ্বায়ক এডভোকেট আফজাল হোসেন, গীরেন্দ্র চন্দ্র রায়, জেলা যুবদলের সদস্য সচিব সফিকুর রহমান সিতু, নজরুল ইসলাম কাওছার, জেলা ওলামাদলের সাবেক সাধারণ সম্পাদক কাশেম বিল্লাহ নোমান, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক শেখ মামুন, তেঘরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শিপন আহমেদ আছকির, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিলু, সহ-সভাপতি আব্দুস শহীদ, যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন, সাহেদ আলী রিপন, ফরিদ মিয়া, মোহাম্মদ আলী, আনিস মিয়া, সানু মিয়া, মহব্বত খান, বশির মিয়া, রিপন মিয়া, আমিনুল হক, যুবদল নেতা রফিকুল আলম শিমুল, এনাম খান, সোহাগ, আব্দুর রহিম, ইসলাম খান, মামুন মিয়া, তরাজ মিয়া, জাকির মিয়া, মিজানুর রহমান মিজান, সাহেব আলী, মাসুক মিয়া, জমশেদ মিয়া, সাখাওয়াত হোসেন, সজব আলী, অলিউর রহমান অলি, হাবিবুর রহমান হাবিব, সামাদ মিয়া, সুজন মিয়া, আব্দুল আলী প্রমুখ।