বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৮:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে জামায়াত নেতার মামলায় আওয়ামীলীগ নেতা সাইফুল চৌধুরী ও সন্তোষ দাশ গ্রেফতার খাদ্য সামগ্রী বিতরণকালে জিকে গউছ ॥ আওয়ামীলীগ সীমালঙ্গন করেছিল বলেই চরম ভরাডুবি হয়েছে ॥ এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে সরেজমিন তদন্ত না করেই আদালতে প্রতিবেদন ॥ বানিয়াচঙ্গে পাওনা টাকা ফেরত না দিয়ে এক ব্যবসায়ীকে মামলা দিয়ে হয়রানির অভিযোগ লাখাইয়ে পুলিশ অভিযানে গাঁজাসহ ৩ আসামী গ্রেপ্তার কারাগারে থেকেও বৈষম্য বিরোধী আন্দোলনে হামলার ঘটনায় আসামী হলেন ব্যবসায়ী আরেফিন রিয়াদ বিশিষ্ট শিক্ষাবিদ আব্দুল হান্নান চৌধুরী বৃত্তি প্রদান অনুষ্ঠিত চা-বাগানে দুর্দিন ॥ প্রভাব পড়েছে ব্যবসা বাণিজ্যে মিরপুর সড়কে টমটম উল্টে শিশু নিহত সাংবাদিক ও সংগীত শিল্পী সঞ্জীব চৌধুরী ১৭তম প্রয়াণ দিবসে স্মরণ সভা অনুষ্টিত চুনারুঘাট ও মাধবপুরে ৩ মাদক ব্যবসায়ী আটক

কাঠের কেল্লা ফেসবুক আইডি থেকে মানহানিকর পোস্ট ॥ ব্যবহারকারী সনাক্ত করেছে পিবিআই

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
  • ৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবলের কাঠের কেল্লা” নামে ভূয়া ফেসবুক আইডি থেকে রাজনীতিবিদসহ গণ্যমান্য ব্যক্তিদের সম্পর্কে মানহানিকর পোস্ট ও মিথ্যা তথ্য প্রচারণাকারীকে চিহ্নিত করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই। পিবিআইয়ের দীর্ঘ অনুসন্ধানী তদন্তে তাকে চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছে পিবিআই। ইতিমধ্যে তার বিরুদ্ধে চার্জশীট দাখিল করা হয়েছে।
গত ১০ অক্টোবর সিলেটের সাইবার ট্রাইব্যুনালে ডিজিটাল নিরাপত্তা আইনের দায়েরকৃত মামলায় জাহাঙ্গীরকে আসামী করে প্রতিবেদন দাখিল করা হয়েছে। আদালত চার্জশীট গ্রহন করে ভ্য়ূা কাঠের কেল্লার আইডির মালিক দুবাই প্রবাসি জাহাঙ্গীর মিয়ার বিরুদ্ধে আদালত সমন জারি করেছেন। অভিযুক্ত জাহাঙ্গীর মিয়া বাহুবল উপজেলার আব্দানারায়ন গ্রামের ইছাক মিয়ার ছেলে।
পুলিশ ও বিভিন্ন সূত্রে জানা যায়, ২০২৩ সালের ৫ জুন কাঠের কেল্লা নামে একটি ফেসবুক আইডি থেকে পুটিজুরি ইউনিয়নের চেয়ারম্যান মো: মুদ্দত আলীর ছবি আপলোড করে তার বিরুদ্ধে কুরুচিপূর্ণ পোস্ট প্রদান করেন। এরপর থেকে ওই আইডি থেকে মুদ্দত আলীর বিরুদ্ধে মানহানিকর এবং পারিবারিক আক্রমণাত্মক পোস্ট ধারাবাহিকভাবে প্রচার করা হয়। যা মানহানিকর ও অসৌজন্যমূলক।
এ বিষয়টি ইউপি চেয়ারম্যান মুদ্দত আলী জানতে পেরে কাঠের কেল্লা নামক ভূয়া ফেসবুক আইডির বিরুদ্ধে সিলেটের সাইবার ট্রাইব্যুনালের ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেন। একই বছরের ৩ জুলাই আদাতল মামলাটি তদন্ত করার জন্য পিবিআইকে প্রদান করেন। এরপর দায়িত্ব দেয়া হয় পিবিআইয়ের তদন্তকারী কর্মকর্তা এসআই আব্দুল আহাদ তথ্য প্রযুক্তি ও ওয়াটসআপের মাধ্যমে দীর্ঘ তদন্ত করে প্রবাসি জাহাঙ্গীরকে সনাক্ত করেন।
এরপর তদন্তকারী কর্মকর্তা অভিযুক্ত জাহাঙ্গীরকে অভিযুক্ত করে ইউপি চেয়ারম্যান মুদ্দত আলীসহ সম্মানীত ব্যক্তিদের বিরুদ্ধে মানহানিকর তথ্য প্রচার করার অভিযোগে গত ১০ অক্টোবর সিলেটের সাইবার ট্রাইব্যুনালে প্রতিবেদন দাখিল করেন। এ প্রেক্ষিতে আদালত ১৩ নভেম্বর শুনানী শেষে সিলেটের সাইবার ট্রাইব্যুনালের বিচারক প্রতিবেদনটি আমলে নিয়ে আগামী বছরের ৬ ফেব্রুয়ারী জাহাঙ্গীর মিয়াকে আদালতে হাজিরের নির্দেশ প্রদান করেন।
এ ব্যাপারে তদন্তকারী কর্মকর্তা এসআই আবদুল আহাদ জানান, এ ধরনের মামলা তদন্ত প্রক্রিয়া বেশ জটিল প্রকৃতির হলেও ১৬টি স্ক্রিনশট ও ৬টি মোবাইল ফোনের ফরেনসিক পরীক্ষার মতামত, ফেসবুক কর্তৃপক্ষ মেটা কর্তৃক প্রদত্ত রিপোর্ট, এলআইসি পিবিআই কর্তৃক প্রদত্ত তথ্য, ইমু ও ওয়াটসআপের সহায়তা সহ তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে অপরাধীকে সনাক্ত করা হয়েছে।
তিনি বলেন, শুধু মুদ্দত আলীকে নয় সামজের গণ্যমান্য রাজনীতিবিদ, শিক্ষক, সরকারী কর্মকর্তা ও সাংবাদিকদের নিয়ে কাঠের কেল্লা থেকে মানহানিকর পোস্ট প্রদান করা হয়েছে।
তদন্তকারী কর্মকর্তা আরো বলেন, কেউ অপরাধ করলে তার বিচার হওয়া জরুরী। এতে অপরাধীরা অপরাধ করতে ভয় পাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com