মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ ‘একটাই লক্ষ্য, হতে হবে দক্ষ, দক্ষ জনশক্তি দেশের সম্পদ, দক্ষতা নিজের সম্পদ’ এই শ্লোগানকে সামনে রেখে বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে কারিগরি শিক্ষার সম্প্রসারণ ও মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১১ টায় অত্র প্রতিষ্ঠানের কনফারেন্স রুমে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রকৌশলী মোঃ ছিদ্দিকুর রহমান। প্রকৌশলী বশির উদ্দিন আহমেদ’র সঞ্চালনায় এতে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বানিয়াচং সিনিয়র আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দাল হোসেন খান, আদর্শ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গোলাম রব্বানী, সাবেক ইউপি চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান, বানিয়াচং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক মানবজমিন প্রতিনিধি মখলিছ মিয়া, বাংলাদেশ টুডে প্রতিনিধি মোঃ আতাউর রহমান, জাতুকর্নপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাইফুল ইসলাম, তোপখানা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু ইউসুফ, গরীব হোসেন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আওলাদ হোসেন, সাগরদিঘীপাড় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাধনা রানী সুত্রধর, হেদায়েত উল্লাহ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নার্গিস জামান, সুরভী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অপূর্ব চন্দ, পুরানবাগ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিনা খানম, শান্তিপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছানাউল হক, মজলিশপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান খান, যাত্রাপাশা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাক আহমেদ মজুমদার, বড়বাজার আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ তাজ উদ্দিন, হেদায়েত উল্লাহ প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাজেদা খাতুন, মেধাবিকাশ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইত্তেফাক হোসেন, আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ ইতমে ওয়ালিদ প্রমুখ। অত্র প্রতিষ্ঠানে জেনারেল ইলেকট্রনিক্স, সিভিল কন্সট্রাকশন এন্ড সেফটি, ওয়েল্ডিং এন্ড ফেব্রিকেশন এবং মেশিন অপারেশন বেসিকস এই চারটি ট্রেডে ছাত্র ছাত্রী ভর্তি করা হচ্ছে। অত্র প্রতিষ্ঠানে ছাত্রীদের বেতন দিতে হয় না, ছাত্রদের প্রতিমাসে বেতন মাত্র ১০ টাকা। এছাড়াও ছাত্র/ছাত্রীদের মেধার ভিত্তিতে বৃত্তির ব্যবস্থা চালু রয়েছে।