নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ-বাহুবল আসনের প্রয়াত সাবেক সংসদ সদস্য আলহাজ্ব দেওয়ান ফরিদ গাজীর পুত্র বিশিষ্ট আওয়ামীলীগ নেতা দেওয়ান শাহ নেওয়াজ মিলাদ গাজী গতকাল শুক্রবার রাতে আহত পুলিশ সদস্যদের দেখতে যান। গত বুধবার নবীগঞ্জে আওয়ামীলীগ-জামায়াত-শিবির এর ত্রিমূখী সংঘর্ষের ঘটনায় আহত হন নবীগঞ্জ থানার কয়েক জন পুলিশ। আহতদের দেখতে হাসপাতালে যান এবং চিকিৎসার খোজ খবর নেন। এ সময় নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা তার সাথে ছিলেন।