স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের পিবিআই’র সাবেক এসপি আল মামুন সিকদার ও মামলার তদন্তকারী কর্মকর্তা ইন্সক্টেটর আব্দুল মালিকের বিরুদ্ধে অবৈধ সুবিধা নিয়ে মাধ্যমে আদালতে মিথ্যা চার্জশীট প্রদানের অভিযোগ করা হয়েছে।
বাহুবল উপজেলার মিরেরপাড়া গ্রামের প্রবাসী ফয়সল হত্যাকান্ডের ঘটনায় পিবিআই সত্য ঘটনাকে আড়াল করে একটি মিথ্যা চার্জশীট প্রদান করে। পরবর্তিতে সিআইডি’র তদন্তে হত্যাকান্ডের সত্যতা উঠে আসে এবং সিআইডি আদালতে চার্জশীট প্রদান করে।
মামলা সুত্রে জানা যায়, মিরেরপাড়া গ্রামের মৃত শাহ মোজাম্মিল হোসেন ময়না মিয়ার পুত্র কুয়েত প্রবাসী ফয়সল মিয়ার সাথে জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে একই গ্রামের খুর্শেদ আলীর পুত্র মোতাহির মিয়া ও মোশাহিদ মিয়ার বিরোধ চলে আসছিল।
এই বিরোধকে কেন্দ্র করে গত ২০২১ সালের ১১ জুলাই প্রতিপক্ষের লোকজন হামলা করে প্রবাসী ফয়সল মিয়াকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় পরদিন ১২ জুলাই মোশাহিদ মিয়া, মোতাহির মিয়া, আক্তার হোসেন, আপ্তাব উদ্দিন, খুর্শেদ আলী, মোজাম্মিল আহমেদ শিহাব ও নোমান মিয়াকে অভিযুক্ত করে বাহুবল মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের ভাই শাহ মিল্লাত হোসেন ফারহান।
পরবর্তিতে আসামী পক্ষের তদবিরে একই বছরের ১২ আগষ্ট হবিগঞ্জ পিবিআই মামলাটির তদন্তভার গ্রহন করে। বিষয়টি আঁচ করতে পেরে ২০২২ সালের ২১ জুলাই সুবিচার পাওয়ার নিমিত্বে চার্জশীট প্রদানের জন্য মামলার তদন্তকারী কর্মকর্তা পরিবর্তন করতে সিলেটের অতিরিক্ত ডিআইজি পিবিআই এর নিকট আবেদন করেন বাদী ফারহান। কিন্তু সুফল পাওয়া যায়নি। পরবর্তীতে মামলাটি পিবিআই থেকে সিআইডি অথবা ডিবি’কে তদন্তের দায়িত্ব প্রদানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ২০২২ সালের ১১ আগষ্ট পুলিশের আইজি এর নিকট আবেদন করেন মামলার বাদী। কিন্তু তাতেও কোন কাজ হয়নি। পিবিআই এর তৎকালিন এসপি আল মামুন সিকদারকে পুলিশ সদর দপ্তরে তলব করা হলেও তিনি ইচ্ছা মাফিক সত্য ঘটনা আড়াল করে মামলাটিকে ভিন্নখাতে প্রবাহিত করার জন্য মামলার তদন্ত কর্মকর্তা আব্দুল মালিকের যোগসাজসে ৩ জন মিথ্যা স্বাক্ষি তৈরী করে তদের ১৬৪ ধারায় জবাববন্দি গ্রহন করেন। এই ৩ জনের মধ্যে ১ জন স্বাক্ষীকে জোড়পূর্বক স্বাক্ষি দিতে বাধ্য করা হয়েছে মর্মে মোঃ আব্দুল্লাহ ওরফে ছনু মিয়া এফিডেভিট করেন। আরেক জন স্বাক্ষি সোনাহর আলী পুটিজুরী বাজারের পাহারাদার ছিল। বাজারের দোকান চুরির ঘটনায় বর্তমানে সে পলাতক রয়েছে। অপর স্বাক্ষি আব্দুর রহমানের সাথে বাদীর জায়গা সংক্রান্ত পূর্ব বিরোধ ও মামলা রয়েছে।
এসব মিথ্যা স্বাক্ষির ভিত্তিতে ২০২২ সালের ২১ সেপ্টেম্বর পিবিআই’র তদন্তকারী কর্মকর্তা আব্দুল মালিক আসামীপক্ষের দ্বারা বশিভূত হয়ে মামলার চার্জশীট দাখিল করেন। চার্জশীটে মুল আসামী আক্তার হোসেন, শিহাব মিয়া ও নোমান মিয়াকে মামলা থেকে অব্যাহতি প্রদান করেন। মামলার স্বাক্ষি মিরেরপাড়া গ্রামের শাহ মোদাচ্ছির হোসেনের পুত্র শাহ মিজানুল কবিরকে নতুন আসামী হিসেবে শ্রেণীভুক্ত করেন। এই চার্জশীটের বিরুদ্ধে মামলার বাদী ২০২২ সালের ৩০ অক্টোবর আদালতে নারাজি প্রদান করেন। এই নারাজির প্রেক্ষিতে আদালত পুনঃতদন্তের জন্য সিআইডিতে মামলাটি প্রেরণ করেন।
সিআইডি দীর্ঘ তদন্ত শেষে ২০২৪ সালের ১৭ আগষ্ট আদালতে চার্জশীট দাখিল করেন। এই চার্জশীটে পিবিআই এর চার্জশীটে অব্যাহতি দেয়া আসামীদের পুনঃবহাল করা হয় এবং শাহ মিজানুল কবিরকে অব্যাহতি প্রদান করা হয়। এতে পিবিআই এসপি আল মামুন সিকদার ও মামলার আইও ইন্সপেক্টর আব্দুল মালিক এর দেয়া চার্জশীট ভুল প্রমাণিত হয়।
মামলার বাদী ফরহান বলেন, আসামীপক্ষের নিকট থেকে অবৈধ ফায়দা হাসিলের মাধ্যমে বশিভূত হয়ে পিবিআই এর এসপি আল মামুন সিকদার ও মামলার আইও ইন্সপেক্টর আব্দুল মালিক সত্য ঘটনা আড়াল করে মিথ্যা চার্জশীট দিয়েছিলেন। কিন্তু সিআইডি’র তদন্তে মামলার সত্য ঘটনা উঠে এসেছে। তিনি পিবিআই এর এসপি আল মামুন সিকদার ও মামলার আইও আব্দুল মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবী জানান।