নবীগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ জনতার এক্সপ্রেস পত্রিকায় সংবাদ প্রকাশের পর ও নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেন এর হস্তক্ষেপে নবীগঞ্জে ভূমিহীন গৃহহীন পরিবারের জমি ও গৃহ ফিরে পেলেন দিগেন্দ্র সরকার। শুক্রবার সকালে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেন বাদী বিবাদী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গদের সাথে নিয়ে থানার গোল ঘরে বসে বিষয়টি নিষ্পত্তি করেন। ৮ দিনের মধ্যে দিগেন্দ্র সরকারকে তার গৃহে ফিরেয়ে দেওয়ার রায় করা হয়। এ সময় উপস্থিত বাউসা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল হাফিজ, সাবেক মেম্বার ও চৌধুরী বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ফিরোজ মিয়া, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, বাদী দিগেন্দ্র সরকার, বিবাদী হারুন মিয়া, তার স্ত্রী আনোয়ারা, ছেলে সাগর মিয়া, অভিযুক্ত ইউপি সদস্য লাল মিয়া। উল্লেখ্য, নবীগঞ্জে ভূমিহীন গৃহহীন পরিবার দিগেন্দ্র সরকার এর জমি ও গৃহ বিক্রি করলেন বাউশা ইউনিয়নের ৮নং ওয়ার্ডে ইউপি সদস্য লাল মিয়া এমন শিরোনামে স্থানীয় দৈনি হবিগঞ্জ জনতার এক্সপ্রেস একটি সংবাদ প্রকাশ হয়। সংবাদ প্রকাশের পর নবীগঞ্জ থানার ওসি কামাল হোসেন বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্তের মাধ্যমে ঘটনার সত্যতা খুজে পান। পরে বাদি বিবাদীকে থানায় আসতে বলেন। দিগেন্দ্র সরকার বাদী হয়ে হারুন মিয়া, তার স্ত্রী আনোয়ারা, ছেলে সাগর মিয়ার নাম উল্লেখ করে নবীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে প্রেক্ষিতে নবীগঞ্জ থানায় পুলিশ বিষয়টি গতকাল শুক্রবার থানায় বসে ইউপি সদস্য স্থানীয় মুরুব্বি এবং বাদি বিবাদীদের নিয়ে বসে বিষয়টি সঠিক সমধান করে দেয়া হয়।