শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৩:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরের খোয়াই জেনারেল হাসপাতালে তালা ঝুলিয়ে দিয়েছে স্বাস্থ্য বিভাগ শায়েস্তাগঞ্জে ফসলি জমি থেকে মাটি কেটে ভরাট হচ্ছে পুকুর নবীগঞ্জে সিএনজি স্টেশন দখল নিয়ে উত্তেজনা বহুলায় অগ্নিকাণ্ড ॥ অল্পের জন্য রক্ষা পেয়েছে কয়েকটি বাড়ি রিমান্ড শেষে যুবলীগ নেতা আলমগীরকে কারাগারে শহরের উমেদনগরে দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার চুনারুঘাট প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবিগঞ্জ শহরের উমেদনগর শিল্পনগর এলাকার ব্যবসায়ী হামিদ মিয়া আর নেই নবীগঞ্জে প্রতিপক্ষেও হামলায় এক ব্যক্তি আহত উৎসব মুখর পরিবেশে নবীগঞ্জ প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন ॥ এটিএম সালাম সভাপতি, ছনি চৌধুরী সম্পাদক

নবীগঞ্জে ছাত্রলীগ নেতা হেভেন হত্যা মামলায় ৮ জন কারাগারে

  • আপডেট টাইম শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৪
  • ৬৭১ বা পড়া হয়েছে

এম এ বাছিত, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে ছাত্রলীগ নেতা হেভেন চৌধুরী হত্যা মামলায় উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক খুরশেদ আলম মফিজসহ ৮ আসামীকে কারাগারে প্রেরণ করেছেন বিজ্ঞ আদালত। গতকাল পলাতক আসামীরা হবিগঞ্জ সিনিয়র জুডিশিয়াল কগনিজেন্স আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। শুনানী শেষে বিজ্ঞ বিচারক রশিদ আহমদ মিলন জামিন না’মঞ্জুর করে আসামীদের কারাগারে প্রেরণ করেন। আসামীরা হচ্ছে-নবীগঞ্জ ওসমানী রোডের আলতা মিয়ার ছেলে সাবেক ছাত্রলীগ যুগ্ম আহবায়ক খুরশেদ আলম মফিজ, একই এলাকার ফজলুল হকের ছেলে মাহফুজ আহমদ, নবীগঞ্জের রতনপুর গ্রামের হাতিম উল্লাহর ছেলে ছাত্রলীগ নেতা ঝুনু মিয়া, পৌর এলাকার গন্ধাগ্রামের আব্দুস শহীদের ছেলে আবুল কাশেম, একই গ্রামের মৃত আব্দুল্লাহর ছেলে ছানু মিয়া, হরিধরপুর গ্রামের নুনু মিয়ার ছেলে সুমন, বুরহানপুর গ্রামের বাচ্চু মিয়ার ছেলে মাহের আলম ও সুমানগঞ্জ জেলার ছাতক উপজেলার পীরপুর গ্রামের হাফেজ রুহুল আমিনের ছেলে মোনাইম ওরপে হুমায়ুন। মামলার প্রধান আসামী উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক হাবিবুর রহমান হাবিব ১৫ সেপ্টেম্বর প্রায় ৬ মাস কারাভোগের পর জামিনে মুক্ত হন। এছাড়াও ছাত্রলীগ নেতা নুরুল আমিন একই মামলায় গত সপ্তাহে জামিন লাভ করেন। গত ২৬ আগষ্ট ১৬ জনের বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করেন তদন্ত কর্মকর্তা সৈয়দ সাজিদুল হক। ২৬ আগষ্ট শুনানী শেষে আদালতের বিজ্ঞ বিচারক চার্জশীট মঞ্জুর করেন।
উল্লেখ্য, ২৪ ফেব্র“য়ারী শহরের নতুন বাজার মোড়ে ছাত্রলীগের কমিটি নিয়ে সংঘর্ষে আহত হন হেভেন চৌধুরী। ২৮ ফেব্র“য়ারী ঢাকার এ্যপোলো হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নিহত হেভেন চৌধুরীর পিতা মকবুল হোসেন চৌধুরী ২ মার্চ উপজেলা ছাত্রলীগের আহবায়ক হাবিবুর রহমান হাবিবসহ ১৫ জনের বিরুদ্ধে নবীগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com