এম এ বাছিত, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে ছাত্রলীগ নেতা হেভেন চৌধুরী হত্যা মামলায় উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক খুরশেদ আলম মফিজসহ ৮ আসামীকে কারাগারে প্রেরণ করেছেন বিজ্ঞ আদালত। গতকাল পলাতক আসামীরা হবিগঞ্জ সিনিয়র জুডিশিয়াল কগনিজেন্স আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। শুনানী শেষে বিজ্ঞ বিচারক রশিদ আহমদ মিলন জামিন না’মঞ্জুর করে আসামীদের কারাগারে প্রেরণ করেন। আসামীরা হচ্ছে-নবীগঞ্জ ওসমানী রোডের আলতা মিয়ার ছেলে সাবেক ছাত্রলীগ যুগ্ম আহবায়ক খুরশেদ আলম মফিজ, একই এলাকার ফজলুল হকের ছেলে মাহফুজ আহমদ, নবীগঞ্জের রতনপুর গ্রামের হাতিম উল্লাহর ছেলে ছাত্রলীগ নেতা ঝুনু মিয়া, পৌর এলাকার গন্ধাগ্রামের আব্দুস শহীদের ছেলে আবুল কাশেম, একই গ্রামের মৃত আব্দুল্লাহর ছেলে ছানু মিয়া, হরিধরপুর গ্রামের নুনু মিয়ার ছেলে সুমন, বুরহানপুর গ্রামের বাচ্চু মিয়ার ছেলে মাহের আলম ও সুমানগঞ্জ জেলার ছাতক উপজেলার পীরপুর গ্রামের হাফেজ রুহুল আমিনের ছেলে মোনাইম ওরপে হুমায়ুন। মামলার প্রধান আসামী উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক হাবিবুর রহমান হাবিব ১৫ সেপ্টেম্বর প্রায় ৬ মাস কারাভোগের পর জামিনে মুক্ত হন। এছাড়াও ছাত্রলীগ নেতা নুরুল আমিন একই মামলায় গত সপ্তাহে জামিন লাভ করেন। গত ২৬ আগষ্ট ১৬ জনের বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করেন তদন্ত কর্মকর্তা সৈয়দ সাজিদুল হক। ২৬ আগষ্ট শুনানী শেষে আদালতের বিজ্ঞ বিচারক চার্জশীট মঞ্জুর করেন।
উল্লেখ্য, ২৪ ফেব্র“য়ারী শহরের নতুন বাজার মোড়ে ছাত্রলীগের কমিটি নিয়ে সংঘর্ষে আহত হন হেভেন চৌধুরী। ২৮ ফেব্র“য়ারী ঢাকার এ্যপোলো হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নিহত হেভেন চৌধুরীর পিতা মকবুল হোসেন চৌধুরী ২ মার্চ উপজেলা ছাত্রলীগের আহবায়ক হাবিবুর রহমান হাবিবসহ ১৫ জনের বিরুদ্ধে নবীগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।