স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের বিভিন্ন বাজারে সব্জীর দাম আকাশ ছোয়া। সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে সবজির বাজার। প্রতি বছর শীত মৌসুমে বাজারে দাম কম হতো। কিন্তু এ বছর ভিন্ন চিত্র। সব ধরনের সবজি আলু থেকে শুরু করে সবই কেজিতে ২গুণ দাম বেড়েছে। গতকাল শুক্রবার চৌধুরী বাজার, শায়েস্তা নগর, চাষি বাজারসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, আলু কেজি ৬০ থেকে বেড়ে ৮০-৯০, টমেটো ১৮০ থেকে ২শ, সীম ১৮০ থেকে ২শ, কপি ১২০ থেকে ১৫০, গাজর ১২০ থেকে ১৮০-২০০ টাকায় বিক্রি হচ্ছে। এরকম প্রতিটি সবজির দাম বাড়ছে। ক্রেতারা বলেন, শাক সবজির দাম এতো বেশি। ১ হাজার টাকায় কিছু হয় না। শীত মৌসুমে সবজির দাম এবারই বেশি।