স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরতলীর মির্জাপুর থেকে চাঁনপুর রাস্তাটি সংস্কার না করায় জেলা সদরে যাতায়াতে ২টি উপজেলার কয়েকটি গ্রামবাসীদের চরম দুর্ভোগে সম্মুখীন হতে হচ্ছে। এলাকাবাসীরা রাস্তাটি সংস্কারের দাবি জানিয়েছেন। সূত্র জানায়, হবিগঞ্জ সদর উপজেলার মির্জাপুর গ্রাম থেকে চাঁনপুর পর্যন্ত ৪ কিলোমিটার রাস্তাটি এরশাদ সরকারের আমলে নির্মিত হয়। তৎকালীন সময় রাস্তায় চাইরার ভাঙ্গায় একটি ব্রিজ নির্মাণ করা হলেও খোয়াই নদীর ভাঙ্গণে ওই ব্রিজ ভেঙ্গে যায়। এছাড়াও মির্জাপুর গ্রাম সংলগ্ন ছোট ব্রিজটি ভেঙ্গে যায়। এর মধ্যে ২/৩ বছর পূর্বে রাস্তাটির মির্জাপুর থেকে গজারিয়াকান্দি-ধনার আব্দার গ্রামের সামন পর্যন্ত ২ কিলোমিটার রাস্তা কাপেটিং করা হয়। কিন্তু ওই অংশ থেকে চানপুর পর্যন্ত কাচা রাস্তাই থেকে যায়। ফলে সামান্য বৃষ্টি হলেও কাদা জমে যায়। এর ফলে রাস্তাটি দিয়ে জনগণের চলাচলে দুর্ভোগ লেগেই থাকছে। অভিযোগ রয়েছে রাস্তাটিতে ঠিকাধারী প্রতিষ্ঠান নিম্ন মানের কাপের্টি কাজ করায় বিভিন্ন স্থানে ভাঙ্গন দেখা দিয়েছে। এ অংশ দিয়েও পরিবহন চলাচলে দুর্ভোগে শিকার হতে হচ্ছে। শুকনো মওসুমে রাস্তাটি দিয়ে দুর্ভোগ নিয়ে জনগণ চলাচল করলেও বর্ষা মওসুমে রাস্তাটি প্রতি বছরই চলাচলে অনুপযোগী হয়ে পড়ে। এতে রাস্তাটি দিয়ে কোন ধরণের যানবাহন চলাচল করতে পারে না। চানপুর গ্রামের বাসিন্দা বশির আহমেদ জানান, ওই রাস্তাটি খুবই গুরুত্বপূর্ণ। রাস্তা দিয়ে হবিগঞ্জ সদর উপজেলার চানপুর, ধনারআব্দা, গজারিয়াকান্দি ও বানিয়াচং উপজেলার কুশিয়ারতলা, শাহপুর, রতনপুর, বরকান্দিসহ আরো বেশ কয়েকটি গ্রামের মানুষ চলাচল করেন। রাস্তাটি সংস্কার না করায় এলাকার কোন গর্ভবতী মহিলাকে হবিগঞ্জ শহরের নিয়ে চিকিৎসা দিতে গেলেও যাতায়াতে বড় ধরণের সমস্যা পড়তে হয়। অথচ এলাকাটি শহরতলীর পাশ্ববর্তী। ওই রাস্তাটি পূর্ণ সংস্কার করা হলে এলাকাবাসীর যাতায়াত দুর্ভোগ লাগব হবে। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট রাস্তা সংস্কারের জন্য জোর দাবি জানাচ্ছি। লুকড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার চানপুর গ্রামের বাসিন্দা মোঃ তৌহিদ মিয়া জানান, ওই রাস্তাটি অত্রাঞ্চলের বাসিন্দার জন্য খুবই গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম। কিন্তু দীর্ঘদিন ধরে রাস্তাটি সংস্কার না হওয়ায় জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে। ২/৩ বছর পূর্বে রাস্তাটি ২ কিলোমিটার কাপেটিং করা হলেও বাকি ২ কিলোমিটার কাপেটিং করা হয়নি। এছাড়াও ২টি ব্রিজ রাস্তায় নির্মাণ করা জরুরী। ২টি ব্রিজের মধ্যে একটি ছোট ব্রিজের কাজ দুই বছর পূর্বে শুরু হলেও ঠিকাদার রহস্য জনক কারণে ব্রিজের কাজ শেষ করছেন না। ব্রিজগুলো নির্মাণ ও রাস্তাটি সংস্কার করা খুবই জরুরী। আমি এলাকার একজন জনপ্রতিনিধি হিসেবে এর দ্রুত সংস্কারের দাবি জানাচ্ছি। আশাকরি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এব্যাপারে দ্রুত উদ্যোগ নেবেন।