নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে ভূমিহীন দিগেন্দ্র সরকার এর ঘর বেদখল হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ব্যাপারে দিগেন্দ্র সরকার বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখ করে নবীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তরা হচ্ছে, ধুলচাতল গ্রামের হারুন মিয়া, তার স্ত্রী আনোয়ারা ও ছেলে সাগর মিয়া। অভিযোগ সূত্রে জানা যায়, গত ২০২৩ সনের ১০ জুন সরকারী ডকুমেন্টের মাধ্যমে বাশঁডর ভূমিহীনপাড়ায় থাকার জন্য দিগেন্দ্র সরকারকে একটি ঘর দেওয়া হয়। উক্ত সরকারী ঘরে তিনি তার পরিবার নিয়ে বসবাস করে আসছিলেন। দিগেন্দ্র সরকার গত ৫ অক্টোবর জীবিকার তাগিদে মাছ ধরার জন্য কুমিল্লা জেলায় চলে যান। তিনি বাড়ীতে না থাকায় ঘরে তালা দিয়ে তার স্ত্রী-সন্তান নিয়ে পিত্রালয়ে চলে যান। ২০ অক্টোবর দুপুরে দিগেন্দ্র সরকার বাড়ীতে এসে দেখেন ঘরে তালা ভাঙ্গা, দরজা খোলা। ভেতরে গিয়ে দেখতে পান অভিযুক্ত হারুন মিয়া, তার স্ত্রী আনোয়ারা ও ছেলে সাগর মিয়া তার ঘরে অবচস্থান করছে। তাদেরকে ঘরে প্রবেশ করার কারণ জিজ্ঞাস করলে তারা জানায় ইউপি মেম্বার লাল মিয়ার নিকট থেকে তিনি ঘরটি কিনেছেন। ঘর কিনে নেওয়ার কাগজ পত্র দেখাতে বললে তারা কোন কাগজপত্র দেখাতে পারে নি। এ সময় হারুন মিয়াগংরা ক্ষিপ্ত হয়ে দিগেন্দ্র সরকারকে গালিগালাজ করে। এক পর্যায়ে মারধর করতে এগিয়ে আসলে তার আর্তচিৎকারে আশপাশের লোক এসে তাকে রক্ষা করে। উক্ত বিষয়ে এলাকার চেয়ারম্যান, মেম্বার ও গন্যমান্য ব্যক্তিদের অবগত করলে তারা বিষয়টি সমাধানের চেষ্টা করেও ব্যর্থ হন।
এ ব্যাপারে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেন বলেন, অভিযোগ পেয়েছি। প্রাথমিক ভাবে উক্ত বিষয়ের সত্যতা পেয়েছি। সামাজিক ভাবে বিষয়টি নিষ্পত্তি না হলে আইনানুক ব্যবস্থা নিব।