স্টাফ রিপোর্টার ॥ স্থানীয় সেবা দানকারীদের সেবা উন্নয়নকল্পে জেলা পর্যায়ে সরকারি কর্মকর্তাদের সাথে সংযোগ ও সমন্বয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে হবিগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভার আয়োজন কেয়ার বাংলাদেশ, স্ট্রেনথেনিং হাউজহোল্ড অ্যাবিলিটি টু রেসপন্ড টু ডেভেলপমেন্ট অপরচুনিটিস (সৌহার্দ্য) ওওও প্লাস অ্যাক্টিভিটি। অর্থায়ন করে ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ইউএসএইড)। সৌহার্দ্য ওওও প্লাস এর অ্যাক্টিং চিফ অব পার্টি আবদুল মান্নান মজুমদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সভার উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মো. ফরিদুর রহমান। বক্তৃতা করেন সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক রাশেদুজ্জামান চৌধুরী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি প্রকৌশলী মোজাম্মেল হোসেন, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক (অ.দা.) রুমানা আক্তার, জেলা সমবায় কর্মকর্তা মো. আবদুর রউফ প্রমূখ।
সভায় প্রধান অতিথি বলেন, কেয়ার বাংলাদেশ বহুকাল ধরে বাংলাদেশে কাজ করে আসছে। আমি ছোটবেলা থেকেই তাদের উন্নয়নমূলক কাজগুলো দেখে আসছি। এটা আবেগের বিষয়। সৌহার্দ্য কর্মসূচির সমাপ্তি ঘটবে। আমি আশা করি ইউএসএইড নতুন কর্মসূচি নিয়ে সাধারণ জনগণের, বিশেষ করে হাওর অঞ্চলের প্রান্তিক মানুষের পাশে থাকবে।
উল্লেখ্য, সৌহার্দ্য কর্মসূচি, ইউএসএইড ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে কেয়ার বাংলাদেশ কর্তৃক ¯’ানীয় সরকার বিভাগ, ¯’ানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সহযোগিতায় ২০০৪ থেকে শুরু করে ২০২৪ পর্যন্ত মোট ৪টি ধাপে বাস্তবায়িতহয়েছে।