নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ পৌর এলাকা ও সদর ইউনিয়নের ছোট আলীপুর গ্রামের যুবতী ও মহিলা বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছে। আশংকাজনক অবস্থায় ২জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
জানা যায় গতকাল বৃহস্পতিবার সকালে ও বিকালে পৌর এলাকার নোয়াপাড়া গ্রামের আব্দুল মজিদের ২০ বছরের কন্যা বিকেলে হারপিক পান করে আত্মহত্যার চেষ্টা করে। বিষাক্রান্ত অবস্থায় তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে ডাক্তার তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করে। অপর দিকে ছোট আলীপুর গ্রামের মোফাজ্জল মিয়ার ১৫ বছরের কন্যা বাড়ির লোকদের উপর অভিমান করে সকাল সাড়ে ৮টায় ইদুরের ঔষধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে। লোকজন তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করেন।