সোমবার, ১৪ এপ্রিল ২০২৫, ০৬:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের উপজেলা আওয়ামীলীগ সভাপতি ইউনিয়ন চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুল গ্রেপ্তার ফিলিস্তিনীদের গণহত্যার প্রতিবাদে জেলা জাপা’র বিক্ষোভ-সমাবেশ যুক্তরাজ্যে নবীগঞ্জ এডুকেশন ট্রাষ্টির সভায় নবীগঞ্জে টেকনিক্যাল কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সাথে হবিগঞ্জ মার্চেন্ট এসোসিয়েশন ও ব্যবসায়ীবৃন্দের পরামর্শ সভা আজ পহেলা বৈশাখ বিতর্কিত টিকটকার ইব্রাহিম-মুক্তার বিরুদ্ধে চুনারুঘাট থানায় অভিযোগ ধরতে পুলিশের অভিযান নবীগঞ্জের কাজীগঞ্জবাজার-মার্কুলী সড়কে দুর্ভোগের যেনো শেষ নেই আজমিরীগঞ্জে দুই দলের সংঘর্ষে পুলিশসহ অর্ধশতাধিক আহত মাধবপুরে থানার ওসি’র জনসচেতনতা উঠান বৈঠক স্টেডিয়ামের অফিস সহায়ক সোহেলের ওপর আবারও হামলা

২৫ অক্টোবরকে সামনে রেখে বিএনপির ভোট কেন্দ্র ভিত্তিক সংগ্রাম কমিটি গঠন শুরু পাল্টা কর্মসূচির প্রস্তুতি নিচ্ছে আ.লীগ

  • আপডেট টাইম মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০১৩
  • ৪১০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আগামী ২৫ অক্টোবরকে সামনে রেখে হবিগঞ্জের ৬২৪টি ভোট কেন্দ্র ভিত্তিক সংগ্রাম কমিটি গঠন প্রায় ৬০ ভাগ সম্পন্ন করেছে বিএনপি। ২৫ অক্টোবরের মধ্যে শতভাগ কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন দলের নেতৃস্থানীয়রা। এছাড়া ২৫ অক্টোবর কেন্দ্রের নির্দেশ মোতাবেক হবিগঞ্জ জেলা শহরে অবস্থান কর্মসূচী পালন করবে বিএনপি। এদিকে ২৬ অক্টোবর বিকেল ৩টায় জেলা আওয়ামীলীগ কার্যালয়ে সকল অঙ্গ সংগঠনের সমন্বয়ে যৌথ সভা ও সভা শেষে শহরে বিক্ষোভ মিছিল করার প্রস্তুতি নিচ্ছে আওয়ামীলীগ।
হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রশীদ এমরান ও সাংগঠনিক সম্পাদক এনামুল হক সেলিম জানান, ২৫ অক্টোবরকে সামনে  রেখে  ইতিমধ্যে দলের নির্বাহী কমিটি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ তারিখ জেলা শহরে যুবদল, ছাত্রদল, কৃষকদল, তাতীদল, জাসাস, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদলসহ ১৮ দলের নেতা-কর্মীদের উপস্থিতিতে অবস্থান ধর্মঘট কর্মসূচী পালিত হবে। তাছাড়া ভোটকেন্দ্র ভিত্তিক ১৮ দলের নেতা-কর্মীদের সমন্বয়ে সংগ্রাম কমিটি গঠনের কাজ প্রায় শেষ পর্যায়ে। তারা জানান, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া যে কোন নির্বাচন প্রতিরোধ করতে হবিগঞ্জ জেলা বিএনপি প্রস্তুত। এদিকে হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হবিগঞ্জ-২ আসনের এমপি এডভোকেট আব্দুল মজিদ খান বলেন, ২৬ অক্টোবর বিকেল ৩টায় জেলা আওয়ামীলীগ কার্যালয়ে যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগসহ সংগঠন অঙ্গ ও সহযোগী সংগঠন নিয়ে যৌথ সভা অনুষ্ঠিত হবে। সভা শেষে শহরে একটি বিক্ষোভ মিছিল বের করা হবে। এমপি মজিদ খান জানান, দেশে শান্তি রক্ষায় যথাযথ দায়িত্ব পালন করবে আওয়ামীলীগ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com