স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে বৈষম্য বিরোধী আন্দলোনে হত্যা চেষ্টা মামলায় ব্যরিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের রিমান্ড শুনানি হবে আজ। হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমল ২ আদালতের রিমান্ড শুনানি হবে। চুনারুঘাট থানায় হত্যাচেষ্টা মামলায় সুমন এজহারভুক্ত আসামি। এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা থানার এসআই লিটন দাস তাকে জিজ্ঞাসার জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করেন। যার শুনানি আজ হবার কথা রয়েছে।
উল্লেখ্য ৫ অগাস্টের আগে-পরে যে কয়েকজন এমপি-মন্ত্রীর দেশ ছাড়ার খবর বেরিয়েছিল, তার মধ্যে ব্যারিস্টার সুমনের নামও ছিল। কিন্তু আওয়ামী লীগের সরকার পতনের প্রায় আড়াই মাস পর ঢাকার মিরপুর এলাকা থেকে সুমনকে গ্রেপ্তার করার কথা জানায় পুলিশ। সবশেষ দ্বাদশ সংসদ নির্বাচনে সায়েদুল হক সুমন হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ছিলেন। ওই নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন তিনি, তবে পাননি। পরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেন এবং আওয়ামী লীগের প্রার্থী সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলীকে পরাজিত করেন।