নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা করেছে উপজেলা ও পৌর বিএনপি। গতকাল বৃহস্পতিবার বিকেলে নবীগঞ্জ শহরের গোল্ডেন প্লাজার দলীয় কার্যলয়ের সামনে উপজেলা ও পৌর বিএনপি অঙ্গসহযোগী সংগঠনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহবায়ক শিহাব আহমেদ চৌধুরীর সভাপতিত্বে ও যুবদল নেতা ওয়াহিদুজ্জামান জুয়েলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবীগঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র ছাবির আহমদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- নবীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল বারিক রনি, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীন, উপজেলা বিএনপি নেতা মুশফিকুজ্জামান চৌধুরী নোমান, মমোহাম্মদ জিল্লুর নূর, এনাম উদ্দিন, নাছির আহমদ চৌধুরী, সাইফুর রহমান মালিক। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি নেতা সরাজ মিয়া তালুকদার, ভজন সরকার, মাওলানা শোয়েব আহমদ, কাউছার আহমদ তালুকদার, মাস্টার আব্দুল মান্নান, দুলাল মিয়া, সায়াদ আহমদ, ইসলাম উদ্দিন চৌধুরী, রফি মিয়া, ওয়াসিল মিয়া চৌধুরী, আব্দুল মতিন, ফিরুজ মিয়া, মাসুক মিয়া, আহাম্মদ ঠাকুর রানা, উপজেলা যুবদল নেতা আবুল কালাম মিঠু, শেখ শিপন, সাবেল আহমদ, মাখন মিয়া, মিটন মিয়া, শাহ রুহেল আহমদ, জাকারিয়া শিশু , সাগর মিয়া শাহিনুর রহমান শাহিন, মুনজুর উদ্দিন সোহেল, শিপন আহমেদ চৌধুরী, কাজী সেলিম আহমদ , মতসির রহমান চৌধুরী ,আব্দুস সামাদ আজাদ, বাছিতুর রহমান রুহেল, সহিদুল তালুকদার,আল আমিন তালুকদার , মসাহিদ আলী ,জাহাঙ্গীর মিয়া, এনাম মিয়া, জিল্লুর রহমান, আজীর হাসান আরজু, ছাত্রদল নেতা মিটন আহমেদ, তায়েম চৌধুরী, এস এম হিমেল, শেখ আলী আহমদ, শাহীন মিয়া, মাসুম আহমদ প্রমুখ। এতে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে নবীগঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র ছাবির আহমদ চৌধুরী বলেছেন- ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি তাৎপর্যপূর্ন দিন। এই দিন সিপাহী জনতার বিপ্লব ও সংহতি না হলে বাংলাদেশের ইতিহাস পাল্টে যেত। সিপাহি জনতার বিপ্লবের মাধ্যমেই বাকশালী শক্তির সকল ষড়যন্ত্র ও চক্রান্ত- নস্যাৎ করে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা হয়েছিল। এই দিন তৎকালীন সেনাপ্রধান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশকে এক অচলাবস্থা থেকে রক্ষা করেছিলেন। এদিন থেকেই শুরু হয়েছিল বহুদলীয় রাজনীতির ধারা। তিনি দেশকে তলাবিহীন ঝুঁড়ি থেকে একটি স্বনির্ভর রাষ্ট্রে পরিণত করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান।