স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-৩ আসনের এমপি ও জেলা আওয়ামীলীগ সভাপতি এডভোকেট মো. আবু জাহির ২ সপ্তাহের সফরে বাংলাদেশ ত্যাগ করেছেন। গতকাল রাত সাড়ে ৯টায় এমিরেটস এয়ারলাইন্স এর একটি ফাইটে তিনি কানাডা রওয়ানা হন।
সফরকালে তিনি আমেরিকা ছাড়াও কানাডা ও দুবাই যাবেন। তার সাথে গেছেন স্ত্রী আলেয়া আক্তার ও পুত্র ইফাত জামিল। আগামী ২ অক্টোবর তার দেশে ফেরার কথা রয়েছে।
রাষ্ট্রীয় ও ব্যাক্তিগত এই সফরে এমপি আবু জাহির ২৬ সেপ্টেম্বর জাতীসংঘের সাধারন পরিষদের অধিবেশনে যোগদান করবেন। সেখানে ঐ দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাষন দিবেন। ২৭ সেপ্টেম্বর প্রবাসী কর্তৃক নিউইয়র্কে শেখ হাসিনার যে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সেটিতেও তিনি যোগদান করবেন।
ভ্রমণকালে ওই সব দেশে অবস্থানরত প্রবাসী হবিগঞ্জবাসী ও বিভিন্ন সংগঠন এমপি আবু জাহিরের সাথে মতবিনিময় করবে।