স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের ঐতিহ্যবাহী যোগেন্দ্র কিশোর ও হরেন্দ্র কিশোর (জে. কে. এন্ড এইচ. কে.) হাইস্কুল এন্ড কলেজের শতবর্ষ পূর্তি ও শিক্ষক-শিক্ষার্থী পূনর্মিলনী অনুষ্ঠান সুষ্ঠু ও সফলভাবে সম্পাদনের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকালে জে. কে. এন্ড এইচ. কে. হাইস্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে পূনর্মিলনী অনুষ্ঠান সফল করতে সংস্থানকৃত প্রধান কার্যালয়ে স্কুলের প্রাক্তন ছাত্র (১৯৭২ ব্যাচ) সাবেক জনতা ব্যাংক কর্মকর্তা নুরুল ইসলাম এর সভাপত্বিতে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক। বক্তব্য রাখেন, লায়ন মোহাম্মদ লিটন আহমেদ, আনসার আহমেদ পলাশ, আফজল হোসেন, সাংবাদিক নুরুল হক কবির, অ্যাডভোকেট প্রতিম গোপ, মনসুর আলম ইদু, অ্যাডভোকেট নুরুল আমিন, বাদল রহমান, সাংবাকি সাইফুর রহমান তারেক, ওসমান গনি রুমি, মোজাম্মেল হোসেন জুমন, শেখ লিটন, আব্দুল আউয়াল, মোফাজ্জল হোসেন ইমন, মাহফুজুর রহমান আউয়াল, রবিন চৌধুরী, আব্দুল আজিজ, প্রান্তময় সূত্রধর যাইদুর রহমান সৌরভ, রুহুল আমিন, হাসিবুল ইসলাম, আবু নাসের সামি, রিফাত, শিরিন আক্তার সোনিয়া, সাদিয়া ইসলাম প্রমূখ। অনুষ্ঠানে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক বলেন, শতবর্ষের ঐতিহ্য লালিত শিা প্রতিষ্ঠানটির পূণর্মিলনী অনূষ্ঠান হবে বর্তমান ও সাবেক শিক-শিার্থীদের সেতুবন্ধন রচনার একটি প্রচেষ্ঠা। যার মাধ্যমে আমাদের প্রিয় বিদ্যাপিঠটির শিার মানোন্নয়নসহ সার্বিকদিক থেকে সামনের দিকে এগিয়ে নেয়ার মাইলফলক। পূনর্মিলনী অনুষ্ঠানটি সফল করতে গঠিত বিভিন্ন উপকমিটিসমূহ অত্যন্ত নিষ্ঠার সাথে কাজ করছে। আমরা সকলেই একটি সফল পূনর্মিলনী অনুষ্ঠানের অপেক্ষায়। তিনি জে. কে. এন্ড এইচ. কে. হাইস্কুল এন্ড কলেজের প্রাক্তণ শিক্ষার্থীদের আগামী ২০ নভেম্বরের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করার জন্য আহবান জানান। উল্লেখ্য, এ বছরের ২৭ ও ২৮ ডিসেম্বর শুক্র ও শনিবার শতবর্ষ পূর্তি ও শিক্ষক-শিক্ষার্থী পূনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।