স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌর এলাকার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে দুর্যোগ সংক্রান্ত সচেতনতা সৃষ্টির লক্ষ্যে অগ্নি নির্বাপণ মহড়া এবং দুর্যোগ মোকাবেলার কৌশল অবহিতকরণ কর্মসূচী অব্যাহত রয়েছে। হবিগঞ্জ পৌরসভা আয়োজিত তৃতীয় দফায় এ মহড়া বৃহস্পতিবার সকালে শুরু হয় বিয়াম ল্যাবরেটিরি স্কুল প্রাঙ্গণে। এ কর্মসূচীর সহযোগিতায় ছিল বিয়াম ল্যাবরেটরি স্কুল ও হবিগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স। হবিগঞ্জ পৌরসভার প্রশাসক প্রভাংশু সোম মহান ওই কর্মসূচী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- হবিগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মোহাম্মদ আবুল কালাম আজাদ ও বিয়াম ল্যাবরেটরি স্কুলের অধ্যক্ষ সৈয়দা রওশন সুলতানা। কর্মসূচীর সার্বিক সমন্বকারী ছিলেন হবিগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরী। স্কুলের শিক্ষার্থীরা ওই মহাড়ায় উপস্থিত ছিল। প্রধান অতিথি প্রভাংশু সোম মহান অভিভাবকদের মাঝে অগ্নি নির্বাপণ ও দুর্যোগ মোকাবেলা সম্পর্কিত সচেতনতামুলক সভা করার জন্য বিয়াম স্কুল কর্তৃপক্ষকে পরামর্শ দেন। হবিগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মোহাম্মদ আবুল কালাম আজাদ কর্মসূচীতে অগ্নি নির্বাপণ ও দুযোগ ব্যব¯’াপনা সম্পর্কে আলোচনা করেন।
অনুষ্ঠানে হবিগঞ্জ পৌরসভার প্রশাসক প্রভাংশু সোম মহান পৌরসভার পক্ষ হতে বিয়াম স্কুল কম্পাউন্ড পরিচ্ছন্নতার স্বার্থে ২০ টি প্লাস্টিক ডাস্টবিন উপহার দেন। মহাড়ায় আগুন লাগলে কিভাবে পরিস্থিতি মোকাবেলা করতে হবে সেব্যাপারে উপস্থাপনা তুলে ধরা হয়।