স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা তথ্য অফিসের উদ্যোগে বানিয়াচং উপজেলার ইকরাম গ্রামে সচেতনতামূলক ‘নারী সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে নন্দপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আহসান হাবীব, জেলা তথ্য অফিসের উপপরিচালক আসাদুজ্জামান কাউছার ও ইকরাম গ্রামের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও মহিলা প্রতিনিধি বক্তব্য রাখেন। বক্তারা দেশে নারীর ক্ষমতায়ন, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, নারী ও শিশুদের সুরক্ষায় দেশের প্রচলিত আইন এবং নৈতিকতা ও মূল্যবোধ সম্পর্কে আলোচনা করেন। প্রধান শিক্ষক মোঃ আহসান হাবীব বলেন, সন্তানকে শিক্ষিত ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে মায়েদের ভূমিকা সবচেয়ে বেশি। মায়েদের প্রচেষ্টায়ই একটি সন্তান হয়ে উঠতে পারে দেশের সম্পদ, জাতির সম্পদ এবং বিশ্বের সম্পদ। সমাবেশে সভাপতির বক্তব্যে জেলা তথ্য অফিসের উপপরিচালক মো: আসাদুজ্জামান কাউছার পরিবার থেকে নৈতিকতা ও মূল্যবোধ সম্পর্কে সচেতনতা বৃদ্ধিমূলক শিক্ষা প্রদানে মায়েদের প্রতি অনুরোধ করেন। তিনি বলেন, নারী বিষয়ক যে কোন অপরাধ থেকে নারীকে দ্রুত রক্ষার জন্য সরকার ১০৯০, ৩৩৩ ও ৯৯৯ মোবাইল সেবা চালু করেছে। যৌতুকের অভিশাপ থেকে নারীর পরিবারকে মুক্তি দিতে হবে। এ ক্ষেত্রে মাঠ পর্যায়ে নারী উদ্যোক্তাগণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে তিনি উল্লেখ করেন। অনুষ্ঠান শেষে উপস্থিত নারীরা এ রকম অনুষ্ঠান আয়োজন করায় জেলা তথ্য অফিসারকে ধন্যবাদ জানান।