নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে শহরের খালিক মঞ্জিল একাংশের স্বত্বাধিকারী মিনাল ও দিলালের বিরুদ্ধে আরও দুটি মামলা হয়েছে। নারী ও শিশু নির্যাতন মামলার বাদী ছাও মিয়াকে হত্যার হুমকি এবং পুর্ব জাহিদপুর গ্রামের খসরু মিয়া হামলার অভিযোগে পৃথক দুটি মামলা দায়ের করেন। দুটো মামলার একটিতে সমন এবং অপর মামলায় নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জকে এমসি সংগ্রহ করে প্রতিবেদন দেয়ার নির্দেশ দেন হবিগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রিট আদালত।
মামলা সূত্রে প্রকাশ, খালিক মঞ্জিল একাংশের স্বত্বাধিকারী মিনাল চৌধুরী ফেসবুকে পোস্ট দিয়ে নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি এড. কামাল উদ্দিন সেলিমকে নিজেদের লোক হিসেবে দাবি করে প্রচ্ছন্ন হুমকি দেন। এতে আতংকিত ছাও মিয়া ফৌজধারী র্কায বিধি ১০৭/১১৪/১১৭ (সি) ধারা মোতাবেক মামলা দায়ের করেন। মামলার শুনানী শেষে আদালতের বিজ্ঞ বিচারক আসামীদের বিরুদ্ধে সমনজারী করেন।
অপর দিকে, নবীগঞ্জ সদর উপজেলার পূর্ব জাহিদপুর গ্রামের খসরু মিয়া বাদী হয়ে মিনাল চৌধুরী ও দিলাল চৌধুরী, কুহিনুর মিয়া, মোহিদ ও রহমত মিয়া সহ ৫ জনের বিরুদ্ধে বরকতপুর মৌজার জেএল নং ৯৭ খতিয়ান নং ১৪৭, দাগ নং ৬২৫,৬২৮,৬২৯,৬৩০ এর ১.২৮ একর আমন শ্রেণির ভূমি দখল নিয়ে হামলার অভিযোগে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রিট আদালতে মামলা করেন। দায়েরকৃত মামলায় গত ৮ অক্টোবর উল্লেখিত আসামীরা হামলা চালিয়ে খসরু মিয়া ও তার লোকজনকে গুরুতর আহত করেন। অভিযোগের দীর্ঘ শুনানী শেষে বিজ্ঞ বিচারক এমসি সংগ্রহ পূর্বক প্রতিবেদন দেয়ার জন্য নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জকে নির্দেশ দেন।