প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ জেলার একদল মেধাবী ছাত্র-ছাত্রীর উদ্যোগে ‘এইচবি নব উত্থান সামাজিক সংগঠন’ নামে একটি সমাজসেবামূলক সংগঠনের যাত্রা শুরু হয়েছে। গত ৩ নভেম্বর রবিবার হবিগঞ্জ সুরবিতান হলে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই সংগঠনের আনুষ্ঠানিক সূচনা করা হয়। এ সময় সংগঠনের উপদেষ্টা মণ্ডলির সদস্য হিসেবে উপস্থিত ছিলেন- সাব্বির আহমেদ, জাহাঙ্গীর মিয়া, জাকারিয়া আহমেদ, বোরহান উদ্দিন রেজা, রাফসান আহমেদ সুমন, রাসেদ আহমেদ, খাইরুল ইসলাম রিহাদ। নতুন কমিটির নেতৃবৃন্দরা- সভাপতি মো. মুবাশ্বির আহমেদ সহ-সভাপতি যথাক্রমে : ইব্রাহিম আলি সিনিয়র, আলী আকবর রেজা, এহসানুল হাসান, মারুফ শাহান, জাফরুল ইসলাম ইফতি, শহিদুল ইসলাম, সুজন আহমেদ, নাবিল আহমেদ, সৌরভ আহমেদ। সাধারণ সম্পাদক এস এম তাইজুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক সিয়াম রেজা, নাঈম আহমেদ, সাইদুল ইসলাম, সংগঠনিক মোঃ মোজাফফর হোসেন, সহ-সাংগঠনিক শিবলু মিয়া, সামিউর রহমান। প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক তানবীর আহমেদ, অর্থ সম্পাদক আব্দুল আজিজ, দপ্তর সম্পাদক এখলাছুর রহমান, প্রকাশনা বিষয়ক সম্পাদক উজ্জ্বল আহমেদ। সংগঠনের মূল লক্ষ্য ও উদ্দেশ্য হলো শিক্ষা, সেবা, শৃঙ্খলা ও ত্যাগ।
দায়িত্ব পাওয়ার পর নবনির্বাচিত সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম বলেন, “আমাদের দরিদ্র ভাই-বোনদের শিক্ষায় সহায়তা করতে হবে। দেশের উন্নতি নির্ভর করে শিক্ষার হার বৃদ্ধির করতে হবে। বিনামূল্যে রক্তদান ও পরিছন্নতা নিয়ে আমরা কাজ করব। যদি কারো রক্তের প্রয়োজন পড়ে দালাল নয় আমাকে জানাবেন। আগামী দুই বছরে আমরা বিভিন্ন কার্যক্রম সম্পন্ন করার পরিকল্পনা করেছি। সভায় উপদেষ্টা মণ্ডলি নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে তাদের সমাজকল্যাণমূলক কাজের সাফল্য কামনা করেন।