স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ উপজেলার দাউদনগর বাজারে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর হবিগঞ্জ। গতকাল সহকারী পরিচালক দেবানন্দ সিনহার নেতৃত্বে পরিচালিত অভিযানে হবিগঞ্জ জেলার ছাত্র সমন্বয়ক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ সময় গরুর মাংসের দাম বেশি রাখায় এক দোকানকে ৩০০০ হাজার টাকা এবং মুল্য তালিকা না থাকায় লোকমান হোসেন পোল্ট্রি, করিম মিয়ার মুরগীর দোকান, কাজল মিয়ার মুরগীর দোকান ২ হাজার টাকা করে তিনটি মুরগীর দোকানকে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে সহযোগিতা করেন হবিগঞ্জ আনসার ব্যাটালিয়ন এর সদস্যরা।