নবীগঞ্জ প্রতিবিধি ॥ নবীগঞ্জ উপজেলার ৭নং করগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্মলেন্দু দাশ রানা প্রায় ২ মাস ধরে অফিসে অনুপস্থিত থাকায় ইউনিয়ন পরিষদের স্বাভাবিক কার্যক্রম চরম ব্যাহত হচ্ছে। ভোগান্তি পোহাতে হচ্ছে জনসাধারণকে। এ অবস্থায় জনভোগান্তি লাঘবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী অফিসারসহ বিভিন্ন দপ্তরে ইউনিয়নের পরিষদের সদস্যগন লিখিত আবেদন জানিয়েছেন।
ছাত্র-জনতার আন্দোলনের ফলে সরকার পতনের পর ৭নং করগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা নির্মলেন্দু দাশ রানা সহ আওয়ামীলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে নবীগঞ্জ থানায় একটি মামলা রুজু হয়। উক্ত মামলার অন্যতম অভিযুক্ত ইউপি চেয়ারম্যান রানা। এর থেকে চেয়ারম্যান রানা পলাতক রয়েছেন। তাঁর অনুপস্থিতির বিষয়টি গোপন রাখতে দুই মাস যাবত ইউনিয়ন পরিষদের সিসি ক্যামেরা কোনো কারণ ছাড়াই বন্ধ রয়েছে বলে সূত্র জানিয়েছে।
প্রায় ২ মাস যাবত অনুপস্থিত থাকায় ইউনিয়ন পরিষদের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং জনগণ তাদের কাঙ্খিত সেবা থেকে বঞ্চিত হচ্ছে।
প্যানেল চেয়ারম্যান -১ আব্দুল ওয়াহিদ উপজেলা নির্বাহী অফিসারের নিকট দেয়া লিখিত আবেদনে এ ব্যাপারে ব্যবস্তা গ্রহণের দাবী জানিয়েছেন।
ইউনিয়ন পরিষদের বাসিন্দা বুরহান উদ্দিন, মিন্টু মিয়া, ছয়দুর মিয়া, অলিম উদ্দিন, মুনসুর আলী সহ অনেকে জানান, চেয়ারম্যান ইউনিয়ন আসেন না। তিনি গ্রেফতার আতঙ্কে পলাতক রয়েছে। এতে সাধারণ জনগণ বিভিন্ন সেবা থেকে বঞ্চিত হচ্ছে।
এ বিষয়ে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপম দাশ জানান, ইউপি চেয়ারম্যান রানা পরিষদে অনুপস্থিতির বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি, বিষয়টি খতিয়ে দেখা হবে।