স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জে শহরের খালিক মঞ্জিল একাংশের বাসিন্দা দিলাল চৌধুরীসহ ৪ জনের বিরুদ্ধে হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে মামলা দায়ের করা হয়েছে। উপজেলার ৮নং সদর ইউনিয়নের পূর্ব জাহিদপুর গ্রামের আব্দুর রউফ বাদী হয়ে এ মামলাটি দায়ের করা হয়। মামলার অপর অভিযুক্তরা হচ্ছেন, কুর্শি ইউনিয়নের খনকারিপাড়া গ্রামের মৃত রোকন মিয়ার পুত্র কুহিনুর মিয়া, মৃত ইয়াকুব মিয়ার পুত্র মোহিত মিয়া, পূর্ব জাহিদপুর গ্রামের মৃত ইসমাঈল মিয়ার পুত্র রহমত মিয়া। গত রবিবার (৩ নভেম্বর) দায়েরকৃত মামলা দীর্ঘ শুনানি শেষে বিজ্ঞ বিচারক পিবিআইকে ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেন।
মামলা সূত্রে প্রকাশ, সদর ইউনিয়নের পূর্ব জাহিদপুর গ্রামের রউফ মিয়া খালিক মঞ্জিল একাংশের স্বত্বাধিকারী মৃত আলহাজ্ব গোলাম রব্বানী চৌধুরীর উত্তরাধিকারীর জমিতে জমি বর্গা চাষ করে জীবিকা নির্বাহ করেন। দীর্ঘদিন ধরে চাষকৃত জমির দখল ও চাষাবাদের ধান নিয়ে মামলার প্রধান অভিযুক্ত দিলাল চৌধুরী হুমকি দিয়ে আসছেন। এরই জের হিসেবে গত ১৮ অক্টোবর রাতে জোর পূর্বক বসত ঘরে প্রবেশ করে তার ঘুমন্ত স্ত্রীকে অপহরণের চেষ্টা করে। এক পর্যায়ে শ্লীলতাহানি এবং পিটিয়ে আহত করে। স্ত্রীর শোর চিৎকারে স্বামী রউফ মিয়া ঘুম থেকে জেগে উঠে স্ত্রীকে আহতবস্থায় দেখতে পান। এসময় লোকজন এগিয়ে আসলে উল্লিখিত আসামীরা পালিয়ে যায়। আহত বাদীর স্ত্রীকে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হয়।