মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ০৫:৩০ পূর্বাহ্ন

হবিগঞ্জ জেলা আদালতে পিপি স্পেশাল পিপি ও অতিরিক্ত পিপি হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন যারা

  • আপডেট টাইম সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আদালতে পিপি, স্পেশাল পিপি ও অতিরিক্ত পিপি হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন বিএনপির আইনজীবীরা। গতকাল রবিবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপন জারি করা হয়। এতে উল্লেখ করা হয়, জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. আব্দুল হাই, নারী ও শিশু নির্যাতন দমন আদালত-১ এর স্পেশাল পিপি মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন, নারী ও শিশু নির্যাতন দমন আদালত -২ এর মো. আবুল ফজল -২, নারী ও শিশু নির্যাতন দমন আদালত -৩ এর পিপি কামাল উদ্দিন সেলিম, দায়িত্ব পালন করবেন। এছাড়া অতিরিক্ত পিপি হিসেবে দায়িত্ব পালন করবেন, মো. আফজল হোসেন, গুলজার আহমেদ খান, মোহাম্মদ নুরুল ইসলাম, মো. সামছু মিয়া চৌধুরী, জামায়াতের মো. হাফিজুল ইসলাম। চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সহকারী পিপি হিসেবে দায়িত্ব পালন করবেন ফাতেমা ইয়াসমিন, মো. শাহিন মিয়া খন্দকার। সহকারী পিপি সরকার মোহাম্মদ আব্দুস শহীদ, মোজাম্মেল আহমেদ চৌধুরী, মো. সিরাজ আলী মীর, মো.হাবিবুর রহমান চৌধুরী, মো. সাজিদুর রহমান, মইনুল হাসান দুলাল, সুফি মিয়া, দিদারুল আলম, ইলিয়াস আহমেদ, ফেরদৌস আলম চৌধুরী, ইয়ারুল ইসলাম, ফয়সাল আহমেদ চৌধুরী, সৈয়দ জামিল উদ্দিন, মিজানুর রহমান, সাজিদুর রহমান, মিজানুর রহমান, মোজাম্মেল আহমেদ চৌধুরী, আঙুর আলী শাহ ও টিপু চৌধুরী, মো. মুজিবুর রহমান চৌধুরী প্রমুখ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com