বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৮:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
উৎসব মুখর পরিবেশে নবীগঞ্জ প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন ॥ এটিএম সালাম সভাপতি, ছনি চৌধুরী সম্পাদক চুনারুঘাটে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাটি কাটার মহোৎসব শহরে বৈষম্য বিরোধী আন্দোলনের ঘটনায় সাবেক এমপি আবু জাহিরসহ ৭৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের জেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় লাবণ্য মেধা তালিকায় ২য় স্থান অর্জন করেছে সাংবাদিক আব্দুল হাকিমের ছোট ভাইয়ের ইন্তেকাল মোড়াকরি গ্রামে ইয়াবাসহ যুবক আটক শুভ বড়দিন আজ জমি অধিগ্রহণে ক্ষতিপূরণের ন্যায্য মূল্য পাওয়ার দাবি মালিকপক্ষের আজমিরীগঞ্জে ইউএনডিপি ৮৩টি নলকূপ বিতরণের তালিকা স্বজনপ্রীতির মাধ্যমে তৈরির অভিযোগ শায়েস্তাগঞ্জে খোয়াই নদীর বাঁধ ঝুঁকি পূর্ণ

লাখাইয়ে মতবিনিময় সভায় জিকে গউছ ॥ যারা দলকে ব্যবহার করে অনৈতিক কর্মকান্ডে লিপ্ত হবে তারা বিএনপি করতে পারবে না

  • আপডেট টাইম সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ১৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেছেন- যারা চাঁদাবাজি, ধান্দাবাজি, দলবাজি করে, যারা দলকে ব্যবহার করে অনৈতিক কর্মকান্ডে লিপ্ত হবে তারা বিএনপি করতে পারবে না। দলকে ভালোবাসতে হলে দলের নির্দেশ আমাদের মানতে হবে। যারা বেইমান, সব সময়ই বেইমান, যারা বেইমানী করে, সুযোগ পাইলে সে আবারও বেইমানী করবে। তাদের বিষয়ে আমাদের সাবধান থাকতে হবে, সে যত বড় নেতাই হউক। তিনি গতকাল রবিবার বিকালে শায়েস্তানগরস্থ বিএনপির কার্যালয়ে লাখাই উপজেলা বিএনপি এবং ৬টি ইউনিয়ন, সকল ওয়ার্ড, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন। সভায় দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে জি কে গউছ আরও বলেন- বিএনপি নির্বাচনমুখি দল। আমাদের নির্বাচনী প্রস্তুতি সব সময় ছিল, এখনো আছে। তারপরও নতুন ফরমেটে নির্বাচনী প্রস্তুতি আমাদের শুরু হয়েছে। যারা মাঠে ময়দানে থেকেছে, যারা দেশনায়ক তারেক রহমানের নির্দেশে জীবন বাজি রেখে আন্দোলন করেছে, রক্তাক্ত হয়েছে, জেল কেটেছে, যারা কোনো প্রলোভনে নিজের ঈমান বিক্রি করে নাই, এই সমস্ত ত্যাগী সাহসী নেতাকর্মীকে সেন্টার কমিটিতে রাখতে হবে। তিনি বলেন- বিএনপিতে ভাই হচ্ছেন একজন, তিনি হচ্ছেন আমাদের প্রিয় নেতা তারেক রহমান। তারেক রহমান ছাড়া বিএনপিতে কোনো ভাই নেই। তাই শ্লোগান হবে খালেদা জিয়ার, শ্লোগান হবে তারেক রহমানের। বিএনপি করতে হলে তারেক রহমানের নির্দেশনা মানতে হবে। তিনি নির্দেশ দিয়েছেন কোনো ফেস্টুন হবে না, শো-ডাউন হবে না। তারপরও যারা ফেস্টুন দিচ্ছেন তারা তারেক রহমানের নির্দেশনা অমান্য করছেন। আমি অনুরোধ করব, যে যেখানে ফেস্টুন দিয়েছেন নিজ দায়িত্বে নামিয়ে ফেলুন। লাখাই উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শেখ ফরিদ মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট শামছুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী এনামুল হক, বিএনপি নেতা আব্দুল ওয়াদুদ তালুকদার আব্দাল, এস আর তালুকদার সাহানুর, শাহ আলম গোলাপ, শামছুদ্দিন আহমেদ, তাজুল ইসলাম মোল্লা, আব্দুল কাদির, আরিফ আহমেদ রূপন, আব্দুল মোতালিব খান, জানে আলম, শাহজাহান মিয়া, এডভোকেট হারুনুর রশিদ, এডভোকেট ইয়ারুল ইসলাম, আবুল খায়ের অপু, তোফাজ্জুল হক, গোলাম মস্তফ খসরু, মাহফুজুর রহমান চৌধুরী, বাবুল আহমেদ, মোক্তাদির হোসেন তালুকদার, কাজী জুলহাস, রফিক মিয়া, মোহাম্মদ আলী, আব্দুল ওয়াহাব, যুবদল নেতা মাহমুদুল হাসান, স্বেচ্ছাসেবকদল নেতা মশিউর রহমান সাচ্চু, কৃষকদল নেতা শাকিল আহমেদ, ছাত্রদল নেতা আহমেদ আজম, সাকিব আহমেদ প্রমুখ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com