স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে কিশোরকন্ঠ পাঠক ফোরামের উদ্যোগে “কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৪” অনুষ্ঠিত হয়েছে। এ মেধাবৃত্তি পরীক্ষায় জেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার ৫ম শ্রেণী থেকে ১০ম শ্রেণির প্রায় সাড়ে ৩ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করেন। গতকাল শনিবার (২ নভেম্বর) হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়, শায়েস্তাগঞ্জ ইসলামী একাডেমি, নবীগঞ্জ আদর্শ প্রাথমিক বিদ্যালয়, গোপলার বাজার উচ্চ বিদ্যালয়, বানিয়াচং আলিয়া মাদ্রাসা, আজমিরীগঞ্জ এবিসি উচ্চ বিদ্যালয়, বাহুবল দীননাথ ইনস্টিটিউট, চুনারুঘাট আইডিয়াল স্কুল, জগদীশপুর জেসি উচ্চ বিদ্যালয় ও কলেজ এবং লাখাই ডি.কে আইডিয়াল হাইস্কুলসহ ১০টি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রে এ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এদিন সকাল থেকেই পরীক্ষা কেন্দ্রে আসতে থাকেন শিক্ষার্থীরা। উপস্থিত শিক্ষক ও অভিভাবকরা এ বৃত্তি পরীক্ষার বিষয়ে সন্তোষ প্রকাশ করেন এবং কিশোরকন্ঠ পাঠক ফোরামের প্রশংসা করেন। অভিভাবকরা জানান, শিক্ষার্থীদের মেধা বিকাশ করার জন্য এধরণের আয়োজন আরো বেশি বাস্তবায়ন করা হলে শিক্ষার্থীরা পড়ালেখায় মনোযোগী হবে।
মেধা বৃত্তি পরীক্ষা শুরু হওয়ার পর হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ মানিক, কিশোরকন্ঠ পাঠক ফোরাম হবিগঞ্জ জেলার চেয়ারম্যান রবিউল হাসান, নবীগঞ্জ ইসলামিক শিক্ষা সোসাইটির চেয়ারম্যান মাওলানা আশরাফ আলী, শায়েস্তাগঞ্জ ইসলামী একাডেমির প্রিন্সিপাল নূরুল হক, বিশিষ্ট শিাবিদ মাওলানা আলাউদ্দিন ভূইয়া, গ্রীন ফেয়ার আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক ইয়াসির খান।
এছাড়া কিশোরকন্ঠ পাঠক ফোরাম হবিগঞ্জ জেলার সাবেক চেয়ারম্যান এডঃ নজরুল ইসলাম, মাওলানা তারেকুল ইসলাম, আব্দুল হাফিজ ভূইয়া, বর্তমান ভাইস চেয়ারম্যান হোসাইন আহমেদ, মাওলানা রফিকুল ইসলাম, মাওলানা আশরাফুল ইসলাম, এমদাদুল হক, আনোয়ার হুসেন বিভিন্ন সেন্টার পরিদর্শন করেন। এ মেধা বৃত্তি পরীক্ষার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, কিশোরকন্ঠ পাঠক ফোরাম হবিগঞ্জ জেলার চেয়ারম্যান রবিউল হাসান, ভাইস চেয়ারম্যান হোসাইন আহমেদ, জেলা পৃষ্ঠপোষক লায়েক আহমেদ, শরীফ উদ্দিন, সাইদুর রহমান, আশরাফুল ইসলাম সুজন ও কাওসার হামিদ। বৃত্তি পরীক্ষার কেন্দ্র পরিচালনা করেন, জামিল হুসাইন রাজু, শেখ মুহাম্মদ তাসিন, সাব্বির আহমেদ নোমান, মাহদী খান আদিল, শফিকুল ইসলাম, মাসুম বিন দুদু, আহমেদ আলী, ইয়াসিন আহমেদ, আব্দুর রাকিব রানা, মোহাম্মদ সাদী, মামুন হাসান, হাফেজ আবু বকর আল মোয়াজ ও আমিনুল ইসলাম রাকিব।