শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৮:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরের খোয়াই জেনারেল হাসপাতালে তালা ঝুলিয়ে দিয়েছে স্বাস্থ্য বিভাগ শায়েস্তাগঞ্জে ফসলি জমি থেকে মাটি কেটে ভরাট হচ্ছে পুকুর নবীগঞ্জে সিএনজি স্টেশন দখল নিয়ে উত্তেজনা বহুলায় অগ্নিকাণ্ড ॥ অল্পের জন্য রক্ষা পেয়েছে কয়েকটি বাড়ি রিমান্ড শেষে যুবলীগ নেতা আলমগীরকে কারাগারে শহরের উমেদনগরে দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার চুনারুঘাট প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবিগঞ্জ শহরের উমেদনগর শিল্পনগর এলাকার ব্যবসায়ী হামিদ মিয়া আর নেই নবীগঞ্জে প্রতিপক্ষেও হামলায় এক ব্যক্তি আহত উৎসব মুখর পরিবেশে নবীগঞ্জ প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন ॥ এটিএম সালাম সভাপতি, ছনি চৌধুরী সম্পাদক

শায়েস্তাগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জাতীয় সমবায় দিবস পালিত

  • আপডেট টাইম রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
  • ৩৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ উপজেলা প্রশাসন ও সমবায় দপ্তরে যথাযোগ্য মর্যাদায় ৫৩তম জাতীয় সমবায় দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে প্রতি বছরের ন্যায় গতকাল শনিবার ২ নভেম্বর সকাল ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ে সামনে প্রথমে জাতীয় পতাকা উত্তোলন করেন অতিথিবৃন্দ।
পরে শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের দিয়ে জাতীয় সঙ্গীত করার পর উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। “সমবায় গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে শায়েস্তাগঞ্জ উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ ইসমাইল তালুকদার (রাহি) সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার মিতা। শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ আলী হায়দার সেলিম এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মশিউর রহমান। বক্তব্যের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মীর ইখলাছুর রহমান। গীতা পাঠ করেন উপজেলা সমবায় অফিসের সত্যজিত চন্দ্র ঘোষ। সভায় বক্তব্য রাখেন- কেন্দ্রিয় বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি শেখ ফরিদ মিয়া, শায়েস্তাগঞ্জ ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সভাপতি সৈয়দ মোফাজ্জল হোসেন মাহফুজ মিয়া, হবিগঞ্জ জেলা রিপোর্টাস ইউনিটি সিনিয়র সহ-সভাপতি মোঃ জুয়েল চৌধুরী, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ মঈনুল হাসান রতন, শায়েস্তাগঞ্জ উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ মিজানুর রহমান সুমন প্রমুখ। এছাড়া ও জাতীয় সমবায় দিবসে শায়েস্তাগঞ্জে কেন্দ্রীয় বহুমুখী সমবায় সমিতির আওতাধীন ১৫টি সংগঠনের সদস্যসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির ইউএনও ফারজানা আক্তার মিতা বলেন, বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলাতে সমবায় ভিওিক কৃষি ব্যবস্থা, হাঁস-মুরগী, গরু-ছাগল, মৎস্য চাষসহ ইত্যাদি ছড়িয়ে দিতে আমরা বদ্ধ পরিকর। কারণ সমবায় দপ্তর সব সময় নিম্ন আয়ের মানুষের কথাই বলছেন। আমাদের শায়েস্তাগঞ্জ উপজেলাবাসী কিছুটা মানুষ অলস প্রকৃতির। সবাই মিলে একসাথে কাজ করলে দরিদ্রতা থেকে বেড়িয়ে আসা সম্ভব। নিজের মূল্যমান সময় আর অলসতা না কাটিয়ে কাজে লাগান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com