প্রেস বিজ্ঞপ্তি ॥ ব্র্যাকের পক্ষ থেকে হবিগঞ্জ জেলার ৭ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার অফিসে কম্পিউটার প্রদান করা হয়েছে। ন্যাশনাল ডাটাবেজ বায়োলেন্স এগেইনেস্ট ওম্যান প্রকল্পের কর্মকান্ড পরিচালনার জন্য এ কম্পিউটার প্রদান করা হয়। বাংলাদেশ সরকার ইউএনডিপি ও ব্র্যাকের যৌথ পরিচালনায় ‘ন্যাশনাল ডাটাবেজ বায়োলেন্স এগেইনেস্ট ওম্যান’ এর ডাটা সন্নিবেশনের কাজ তরাম্বিত করার জন্য ইউএনডিপি এর অর্থায়নে ব্র্যাক এর মাধ্যমে কম্পিউটার প্রদান করা হয়েছে। গতকাল জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খাদিজা খাতুনের নিকট এ কম্পিউটার হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা ব্র্যাক প্রতিনিধি মো: ফিরোজ ভূঁইয়া, হারুন-অর-রশীদ জেলা ব্যবস্থাপক সামাজিক ক্ষমতায়নকর্মসূচি, এলাহি জেলা ব্যবস্থাপক (এনডি ভাও) সামাজিক ক্ষমতায়ন কর্মসূচি।